শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২

শিরোনাম: আবু সাঈদের গ্রামের বাড়িতে তারেক রহমান   তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী মনে করেন ৪৭ শতাংশ মানুষ   মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত   পিরোজপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান    সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল: মিশা সওদাগর   ইরানের কাছাকাছি মার্কিন যুদ্ধবহর, যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান   শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন অপু বিশ্বাস   
খুলনা মহানগর বিএনপির সভাপতি মনা, সম্পাদক তুহিন
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২৫ AM

খুলনা মহানগর বিএনপির সভাপতি পদে শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক পদে শফিকুল আলম তুহিন নির্বাচিত হয়েছেন। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) খুলনা মহানগর বিএনপির সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে তারা নির্বাচিত হন। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত খুলনা জেলা স্টেডিয়াম ভবনে ভোটগ্রহণ করা হয়। 

ভোট গণনা শেষে রাত ৮টায় খুলনা সার্কিট হাউস ময়দানের মঞ্চে ফলাফল ঘোষণা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

এবারের নির্বাচনে মোট ৫০৫ জন ভোটার ছিলেন। এর মধ্যে ৪৯৯ জন ভোটার ভোট দিয়েছেন। ৬টি ভোট বাতিল হয়েছে। শফিকুল আলম মনা বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক ছিলেন। শফিকুল আলম তুহিন ওই কমিটির সদস্য সচিব ছিলেন।

সভাপতি পদে শফিকুল আলম মনা ২৯৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  খুলনা মহানগর বিএনপির আগের কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম জহির পেয়েছেন ১৮৯ ভোট। আর দৌলতপুর থানা বিএনপির সদস্য সাহাজী কামাল টিপু ৩ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সদস্য সচিব শফিকুল আলম তুহিন পেয়েছেন ২৮৮ ভোট, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি নাজমুল হুদা চৌধুরী পেয়েছেন ২০৪ ভোট এবং বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী মাহমুদ আলী পেয়েছেন ২ ভোট।

মহানগর বিএনপির নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে বিজয়ী হয়েছেন শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও হাসানুর রশিদ চৌধুরী। সর্বোচ্চ ৩৭০ ভোট পেয়েছেন। অন্য দুই বিজয়ী মাসুদ পারভেজ বাবু পেয়েছেন ২৬০ এবং হাসানুর রশিদ চৌধুরী ২৫৫ ভোট পেয়েছেন।

খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে খুলনা সার্কিট হাউস ময়দানে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে ২০০৯ সালের ২৫ নভেম্বর খুলনা মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com