শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: এন্ডোসকপির পর খালেদা জিয়ার রক্তক্ষরণ বন্ধ, শাশুড়িকে দেখে মায়ের বাসায় জোবাইদা   আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ: জামায়াত আমির   খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির   খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স    বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
খাগড়াছড়িতে শিক্ষকের মারধরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আহত
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৫ পিএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সহকারী শিক্ষকের বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। 

গতকাল রোববার মাটিরাঙ্গার পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী সায়মন ইসলামকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।  

শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, সহকারী শিক্ষক রহিমা বেগম পড়া শেষ না করায় সায়মনকে বেত দিয়ে মারধর করেন। এতে তার পিঠ ও কোমরে গুরুতর আঘাতের চিহ্ন পড়েছে। এ ঘটনার পর শিক্ষার্থীর পরিবারের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।  

সোমবার সকালে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মানজিলা সুলতানা। তিনি বলেন, শিক্ষাঙ্গনে বেত্রাঘাত নিষিদ্ধ থাকার পরও এমন ঘটনা নির্মমতার পরিচয় বহন করে। তিনি আহত শিক্ষার্থীর চিকিৎসা ও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।  

এদিকে, পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আক্তার জানান, ঘটনা জানার পর উপজেলা শিক্ষা কর্মকর্তা ও স্থানীয়রা স্কুল পরিদর্শন করেছেন। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে তিনি জানান।

শিক্ষার্থীর চাচা জাকির হোসেন বলেন, এমন নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের কাজ করতে সাহস না পায়। 

স্থানীয় বাসিন্দারা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের শারীরিক নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। শিক্ষকরা যেন মানসিক চাপ না দিয়ে শিক্ষার্থীদের প্রতি মানবিক আচরণ করেন, সে বিষয়ে নজরদারি বাড়ানোর দাবি করেন তারা।  

খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে তিনি এখনও বিস্তারিত জানেন না। তবে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।  

এ ঘটনার পর স্থানীয়রা শিক্ষাপ্রতিষ্ঠানে নির্যাতন বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। তারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান করেছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com