প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫২ AM

মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য এক ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন মানিকগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা।
মঙ্গলবার দুপুর একটার দিকে কারাগার থেকে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় মায়ের জানাজায় অংশ নেন তিনি।
জানাজা শেষে তাকে আবার কারাগারে নেওয়া হয় বলে মানিকগঞ্জ জেলা কারাগারের সুপার মোহাম্মদ হুমায়ুন কবির খান জানিয়েছেন।
যুবলীগ নেতা আব্দুর রাজ্জাকের মা জোহরা বেগম (৭০) সোমবার সন্ধ্যায় মারা যান। শেষবারের মত মায়ের মুখ দেখতে ও জানাজায় অংশ নেওয়ার সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তি চেয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে আবেদন করা হয়।
আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান খান তাকে এক ঘণ্টার জন্য মুক্তি দেন।
পুলিশ পাহারায় কারাগার থেকে সদর উপজেলার দাশরা গ্রামের ভাওইপাড়ায় মায়ের জানাজায় নিয়ে আসা হয়ে রাজাকে।
মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমানুল্লাহ বলেন, “জানাজা শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা, জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগে ২২ জানুয়ারি ঢাকা ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।