শুক্রবার ২৮ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১

শিরোনাম: বেইজিং পৌঁছেছেন প্রধান উপদেষ্টা   শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা   নির্বাচন ভবনের নিরাপত্তায় ইসির ১৮ নির্দেশনা    মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা, ছিনতাইয়ে জিরো টলারেন্স   দেশের ইতিহাসে রেকর্ড প্রবাসী আয়   পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি   জনগণ অসাধারণ, কিন্তু রাজনৈতিক নেতৃত্ব আমাদের ধ্বংস করেছে   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
নতুন ২ সদস্য পেল সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪২ পিএম

সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলে আরও দুই সদস্য যুক্ত হচ্ছেন।

তারা হলেন- সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক সুমাইয়া খায়ের।

মঙ্গলবার কাউন্সিলের প্রথম সভায় তাদের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে আপিল বিভাগের বিজ্ঞপ্তিতে এসব তথ্য দিয়ে বলা হয়, প্রধান বিচারপতির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ এর গেজেট অনুযায়ী দুইজন সদস্য নিয়োগ নিয়ে আলোচনার পর তাদের নাম চূড়ান্ত করা হয়।

এ দুই সদস্যসহ আগামী ২৫ ফেব্রুয়ারি সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সাত সদস্যের পূর্ণাঙ্গ সভা অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সুপ্রিম কোর্টের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গত ২১ জানুয়ারি কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগের বিধান রেখে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ এর গেজেট জারি হয়।

ওই গেজেটে প্রধান বিচারপতির নেতৃত্বে ৭ সদস্যের কাউন্সিল গঠনের কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও সারাদেশের জেলা আদালতে কর্মরত বিচারকদের উদ্দেশে বিচার বিভাগ সংস্কারের রূপরেখার পরিপূর্ণ রোডম্যাপ তুলে ধরেন। এতে অন্যান্য বিষয়ের সঙ্গে উচ্চ আদালতের বিচারক নিয়োগে আইন প্রণয়নের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এতে বলা হয়, প্রধান বিচারপতির ঘোষিত রোডম্যাপ বাস্তবায়নের অংশ হিসেবে গত ২৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট বিভিন্ন দেশের উচ্চ আদালতের বিচারক নিয়োগ সংক্রান্ত আইন, বিধি-বিধান, উচ্চ আদালতের সিদ্ধান্ত, প্রথাসহ আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিস্তারিত গবেষণার পর একটি প্রস্তাব আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠায়।

প্রস্তাবে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি ‘জুডিসিয়াল অ্যাপয়েনমেন্ট কাউন্সিল’ গঠনের কথা বলা হয়।

এরই ধারাবাহিকতায় গত ২১ জানুয়ারি কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগের বিধান রেখে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ এর গেজেট জারি হয়।

গেজেটে বলা হয়, সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগের জন্য বা পরামর্শ দেওয়ার প্রক্রিয়ায় প্রধান বিচারপতিকে সহায়তা করার উদ্দেশ্যে এ অধ্যাদেশ উপযুক্ত ব্যক্তি বাছাইয়ের সুপারিশ করতে একটি স্থায়ী কাউন্সিল থাকবে এবং তা “সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’ নামে অভিহিত হবে।

এতে বলা হয়, প্রধান বিচারপতি এ কাউন্সিলের চেয়ারপার্সনের দায়িত্বে থাকবেন। তার নেতৃত্বে মোট সাত সদস্যের এ কাউন্সিল গঠন করা হবে।

সদস্যের মধ্যে পাঁচজন হবেন পদাধিকারবলে; প্রধান বিচারপতি, আপিল বিভাগের প্রবীণতম একজন বিচারপতি, হাই কোর্ট বিভাগের প্রবীণতম একজন বিচারপতি (বিচারকর্ম বিভাগ থেকে নিযুক্ত নয়), বিচারকর্ম বিভাগ থেকে নিযুক্ত হাই কোর্ট বিভাগে কর্মে প্রবীণতম একজন বিচারপতি, অ্যাটর্নি জেনারেল।

দুইজন অস্থায়ী সদস্যকে কাউন্সিলের চেয়ারপারসন মনোনীত করবেন; তারা হবেন একজন আইনের অধ্যাপক বা আইন বিশেষজ্ঞ এবং আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারক।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com