রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ ২৯ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশি শান্তিরক্ষী নিহতে সমবেদনা জানাতে ইউনূসকে গুতেরেসের ফোন   ভোটের মাঠে চোরাগোপ্তা হামলার আশঙ্কা ইসির, কঠোরভাবে দমনের নির্দেশ   ভুরুঙ্গামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা    মোংলায় অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ   টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত   শাহাদতবার্ষিকীতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের প্রতি শ্রদ্ধা নিবেদন   বুদ্ধিজীবী দিবসে মৌলভীবাজারে নানা বয়সী মানুষের শ্রদ্ধা নিবেদন   
http://www.dailyvorerpata.com/ad/1763085968.gif
প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলের কাছে বিশাল হার টাইগারদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪৪ AM

বিশাল এক হার সঙ্গী করে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি পর্ব সেরেছে বাংলাদেশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুবাইয়ে পাকিস্তানের ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটের বিশাল হার হজম করে নাজমুল হোসেন শান্তর দল।

দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে আগে ব্যাট করে ৩৮.৪ ওভারে ২০২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৩৪.৫ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান 'এ' দল।

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সামনে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল একমাত্র প্রস্তুতি ম্যাচটিতে। সেই ম্যাচে বাংলাদেশ হেরে গেল পাকিস্তান শাহিনসের কাছে। পাকিস্তান ‘এ’ দলই শাহিনস নামে পরিচিত। তবে বাংলাদেশের বিপক্ষে খেলা দলটিকে পুরোপুরি ‘এ’ দল বলারও উপায় নেই। চ্যাম্পিয়নস ট্রফির আগে দলগুলোর প্রস্তুতিতে সাহায্য করার জন্য শাহিনস নামে তিনটি দল গড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই তিন শাহিনসের একটির বিপক্ষে আজ দুবাইয়ে নাজমুল হোসেনের দল ৩৮.২ ওভারে অলআউট হয়ে যায় ২০২ রান করে। ৩৪.৫ ওভারে ৭ উইকেট হাতে রেখেই জিতে যায় পাকিস্তান শাহিনস।

বাংলাদেশের তিন বোলার নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসান একটি করে উইকেট নেন। শাহিনসের পক্ষে সর্বোচ্চ ৬২ বলে ৭৬ রান করেন মোহাম্মদ হারিস, অপরাজিত থেকে ৬৫ রান করেন মুবাসির খান।

স্কোয়াডের সবাই ব্যাট ও বল করতে পারবেন (আউট হবেন সর্বোচ্চ ১০ ব্যাটসম্যান), এমন ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। অবশ্য স্বীকৃত ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও পারভেজ হোসেন ইমন ব্যাট করেননি।

বাংলাদেশ প্রথম ওভারেই উইকেট হারায়। তৃতীয় বলে ৬ রান করে বোল্ড হয়ে হয়ে যান ওপেনার তানজিদ হাসান। আরেক ওপেনার সৌম্য সরকারও বেশি দূর এগোতে পারেননি, ৩৮ বলে ৩৫ রান করে হন রানআউট।

বাংলাদেশের পরের ব্যাটসম্যানরাও তেমন সুবিধা করতে পারেননি। ফিফটি করতে পারেননি কেউ। চার নম্বরে নেমে ৫৩ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন মেহেদী হাসান মিরাজ। তিনে নামা অধিনায়ক নাজমুল ২১ বলে আর তাওহিদ হৃদয় ৩৩ বলে ২০ রান করে সাজঘরে ফেরত যান।

টপ অর্ডারে এমন ব্যর্থতার পর মিডল অর্ডার ব্যাটাররাও তাদের পথই ধরেন। অভিজ্ঞ মুশফিকুর রহিম ১৭ বলে ৭, জাকের আলী ৫ বলে ৪ ও রিশাদ হোসেন ১৫ বলে ১৪ রান করেন। পেসার তানজিম হাসান তুলনামূলক ভালো করেছেন বাকিদের চেয়ে। ২৭ বলে ৪ চার ও ১ ছক্কার ইনিংসে ৩০ রান করেন তিনি। ১৬ বলে ১৫ রান আসে নাসুম আহমেদের ব্যাটে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





http://www.dailyvorerpata.com/ad/1763086027.gif

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/1765376223.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085829.gif
http://www.dailyvorerpata.com/ad/1763085901.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763091212.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com