শনিবার ৩১ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২

শিরোনাম: আবু সাঈদের গ্রামের বাড়িতে তারেক রহমান   তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী মনে করেন ৪৭ শতাংশ মানুষ   মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত   পিরোজপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান    সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল: মিশা সওদাগর   ইরানের কাছাকাছি মার্কিন যুদ্ধবহর, যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান   শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন অপু বিশ্বাস   
‘ত্রিমুখী ষড়যন্ত্র ও গোপন সমঝোতায় ক্ষমতায় এসেছিল আ.লীগ’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২১ পিএম

২০০৮ সালে আওয়ামী লীগ ত্রিমুখী ষড়যন্ত্র আর গোপন সমঝোতা করে অবৈধভাবে ক্ষমতায় এসেছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

তিনি বলেন, নির্বাচন ব্যবস্থাকে দাফন ও গণতন্ত্রকে হত্যা করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) নাটোরের বড়াইগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিট দায়িত্বশীল শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ ২০১৮ সালেও দিনের ভোট রাতে দিয়ে বাক্স ভরেছে। প্রায় দেড় হাজার ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। জুলাই বিপ্লবে হাসিনার বর্বরতা জাতিসংঘের তদন্তেও উঠে এসেছে। তাই খুনি হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হতে। একই সঙ্গে যৌক্তিক সংস্কার শেষে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে।

তিনি বলেন, আগামীতে আর কাউকে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে দেওয়া হবে না। শুধু গণতন্ত্র ধ্বংস নয়, ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশ থেকে ৩০ হাজার লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। তারা দেশের ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়েছে।

উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জামায়াতের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, নাটোর জেলা আমির ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসাইন খান, জেলা সেক্রেটারি অধ্যাপক মো. সাদেকুর রহমান, রাজশাহী মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাত হোসাইন ও জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম বক্তব্য রাখেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com