শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২

শিরোনাম: মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত   পিরোজপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান    সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল: মিশা সওদাগর   ইরানের কাছাকাছি মার্কিন যুদ্ধবহর, যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান   শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন অপু বিশ্বাস   সালাউদ্দিন আলমগীর নির্বাচিত হলে বাসাইল-সখিপুরের মানুষ নিরাপদ থাকবে: বঙ্গবীর কাদের সিদ্দিকী   বেকার ভাতা দিয়ে যুবসমাজকে অপমান করতে চাই না: জামায়াত আমির   
ভোলায় ভুয়া ম্যাজিস্ট্রেটসহ আটক ৩
ভোলায় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৪৩ পিএম

ভোলার বোরহানউদ্দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ীদের থেকে জরিমানা আদায়ের ঘটনায় ভুয়া ম্যাজিস্ট্রেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি। এ ঘটনায় জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান।

আটককৃতরা হলেন—ভুয়া ম্যাজিস্ট্রেট আফরান শুভ (২২), আনসার সদস্য মো. হারুনুর রশিদ (৪৩) ও গাড়িচালক মো. বাবুল। আফরান শুভ মনপুরা উপজেলা ও বাকি দুইজন বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলা হাসান নগর ইউনিয়নের চেয়ারম্যান বাজারে এ ঘটনা ঘটে।

প্রেস ব্রিফিংয়ে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভোলার বোরহানউদ্দিন ভুয়া ম্যাজিস্ট্রেটকতৃক মোবাইল কোর্ট পরিচালনা-সংক্রান্ত পোস্ট দেখে পুলিশ সুপার (এসপি) তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলায় গোয়েন্দা শাখার সদস্যরা অভিযান চালিয়ে অভিযুক্ত ভুয়া ম্যাজিস্ট্রেট আফরান শুভসহ তিনজনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ভুয়া পরিচয়পত্র, জরিমানা আদায়ের রশিদ, বাজার মনিটরিংয়ের মনিটরিং রশিদসহ একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের হয়েছে। 

তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে এবং রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com