প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৬ পিএম

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, আইস ও বিদেশি মদ উদ্ধার করেছে। অভিযানে চিহ্নিত একাধিক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে।
ঢাকা: গুলিস্তানে ৬০০ গ্রাম আইসসহ মো. মনিরুল ইসলাম (৩৬) গ্রেপ্তার। তিনি মিয়ানমার থেকে আইস এনে ঢাকায় সরবরাহ করতেন।
কক্সবাজার: দুই দিনে ৪৯ হাজার ইয়াবাসহ ১০ জন গ্রেপ্তার হয়েছে। পালংখালী, ঈদগাঁও, কক্সবাজার পৌরসভা, রামু ও ঝিলংজায় পৃথক অভিযানে এসব উদ্ধার হয়।
ফেনী: ভারতীয় Officer’s Choice হুইস্কিসহ মো. হেলাল হোসেন (৩১) আটক। তার বিরুদ্ধে আগেও আটটি মাদক মামলা রয়েছে।
নোয়াখালী: কোম্পানীগঞ্জের রামপুর গ্রাম থেকে ৭১০ পিস ইয়াবা, দুটি কার্তুজ ও নগদ ৩৫,০০০ টাকাসহ মো. নুরুল গনি (৪৩) গ্রেপ্তার।
কুমিল্লা: কথিত স্বামী-স্ত্রী পরিচয়ে ১৬ কেজি গাঁজা পাচারের সময় মো. হোসেন মিয়া (২৯) ও শারমিন আক্তার (২০) আটক।
ডিএনসি জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক নির্মূলে জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।