প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪০ পিএম

ঢাকার ধামরাইয়ের আলাদিন পার্কে পিকনিকে আসা শিক্ষার্থীদের সাথে পার্কের স্টাফ ও এলাকাবাসীর সাথে সংঘর্ষে শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
এই ঘটনায় কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাই মজুমদার বাদী হয়ে ধামরাই থানায় পার্কের মালিকসহ ৩০ জনের নামে মামলা দায়ের করেন। পুলিশ আজ বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে চারজন কে গ্রেপ্তার করে।
গ্রেফতার কৃতরা হলো পাল্লি এলাকার মোহর আলী ছেলে রাকিব, হাবিবুর রহমানের ছেলে অন্তর, মিন্টু শেখের ছেলে সুমন, শহীদ হাওলাদারের ছেলে রানা।
গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) মিরপুর বনফুল গ্রীনহার্ড আদিবাসী কলেজের শিক্ষার্থী ও শিক্ষক সহ প্রায় ৬ শতাধিক পিকনিকে আসে ধামরাইয়ের আলাদিন পার্কে। ওয়াটার পার্কের লকারে শিক্ষার্থীদের মোবাইল ফোন ও মানিব্যাগ চুরির ঘটনাকে কেন্দ্র করে পার্ক কর্তৃপক্ষের সাথে দফায় দফা সংঘর্ষ হয়।
এতে দু’পক্ষের অনন্ত ত্রিশ থেকে চল্লিশ জন আহত হয়। আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।