রবিবার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১

শিরোনাম: মার্চের ১৫ দিনে প্রবাসী আয় ১৬৫ কোটি ডলার   আবরার হত্যার রায় ছাত্ররাজনীতির জন্য কড়া বার্তা   স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হচ্ছে না : স্বরাষ্ট্র সচিব   রায়ে সন্তুষ্ট আবরার ফাহাদের বাবা, দ্রুত কার্যকরের প্রত্যাশা   রায়ে সন্তুষ্ট আবরার ফাহাদের বাবা, দ্রুত কার্যকরের প্রত্যাশা   রাজউকের অনুমোদন ছাড়াই অবৈধ নির্মাণ, সাংবাদিককে হুমকি!   রায়ে আবরার ফাহাদের মায়ের সন্তুষ্টি প্রকাশ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
কর্মচারীর জানাজা বহন করে প্রশংসায় ভাসছেন মালিক!
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩৮ পিএম

আমিরাতভিত্তিক লুলু গ্রুপের চেয়ারম্যান এম এ ইউসুফ আলী। সম্প্রতি শিহাবুদ্দিন নামে তার একজন কর্মী মারা যান। যিনি আবুধাবির আল ওয়াহদা মলে লুলু হাইপারমার্কেটে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন। শিহাবুদ্দিন একজন ভারতীয় নাগরিক এবং প্রবাসী হিসেবে সংযুক্ত আরব আমিরাতে ছিলেন।

সংযুক্ত আরব আমিরাতের বিলিয়নিয়ার এই ব্যবসায়ী নিজ প্রতিষ্ঠানের কর্মচারীর জানাজা পড়ানোর পর কফিন বহন করে দাফনকাজে অংশ নেন।

মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শিহবুদ্দিনের জানাযার নামাজ পড়ানো থেকে শুরু করে কফিন বহনসহ সব কাজেই অংশ নেন এম এ ইউসুফ আলী। বিলিয়নিয়ার ব্যবসায়ীর এই আচরণের প্রশংসা করেছেন স্থানীয়রা। 

সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে ইউসুফ আলীর এই ভিডিও। একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন- ‘একজন বস কেমন হওয়া উচিত তার প্রধান উদাহরণ এম এ ইউসুফ আলী।’

আরেকজন লিখেছেন, ‘আপনি একজন মহান মানুষ। যদি আপনার মতো একজন বস পেতাম।’

২০১৯ সালের ফোর্বস ম্যাগাজিনের বিলিয়নিয়ার তালিকায় সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত পাঁচজন ভারতীয় ব্যবসায়ীর নাম উঠে এসেছিল। তাদের মধ্যে অন্যতম ছিলেন মধ্যপ্রাচ্যের ‘রিটেইল কিং’ খ্যাত এম এ ইউসুফ আলী। ওই সময় ফোর্বস ম্যাগাজিনের তালিকায় তিনি বিশ্বের ৩৯৪তম ধনী এবং মধ্যপ্রাচ্যে শীর্ষ ভারতীয় ধনী হিসেবে খ্যাতি লাভ করেন। তখন তার সম্পদের পরিমাণ ছিল ৪.৭ বিলিয়ন ডলারের বেশি।

পদ্মশ্রী পুরস্কারে ভূষিত ইউসুফ আলী ভারতের কেরালার থ্রিশার জেলার নাটিকায় জন্মগ্রহণ করেন। তিনি লুলু গ্রুপ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ও এমডি। এই প্রতিষ্ঠানের অধীনে রয়েছে বিশ্বজুড়ে বিস্তৃত চেইনশপ লুলু হাইপার মার্কেট এবং লুলু ইন্টারন্যাশনাল শপিং মল।

এক সাক্ষাৎকারে এম এ ইউসুফ আলী বলেছিলেন, তার ব্যবসা জীবনের অনুপ্রেরণা মহানবী হজরত মুহাম্মদ (সা.), যিনি প্রথম জীবনে ছিলেন একজন ব্যবসায়ী। তিনিই শিখিয়েছেন কীভাবে ব্যবসা করতে হয়। এম এ ইউসুফ আলী আরও বলেন, কোনো প্রতারণা নয়। তিনি সবার কাছে আস্থাভাজন থাকতে চান এবং নিজের কর্মে সৎ থাকতে চান।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com