শনিবার ৩১ জানুয়ারি ২০২৬ ১৭ মাঘ ১৪৩২

শিরোনাম: আবু সাঈদের গ্রামের বাড়িতে তারেক রহমান   তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী মনে করেন ৪৭ শতাংশ মানুষ   মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত   পিরোজপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান    সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল: মিশা সওদাগর   ইরানের কাছাকাছি মার্কিন যুদ্ধবহর, যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান   শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন অপু বিশ্বাস   
নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা
রনি মজুমদার
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫২ পিএম

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ব্যাপক অভিযান পরিচালনা করছে। এই অভিযানে আইন লঙ্ঘনকারী ৫টি ইটভাটা থেকে বিপুল পরিমাণ জরিমানা আদায় করা হয়েছে এবং বেশ কয়েকটি ভাটার কিলন ভেঙে ফেলা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার বক্তাবলী এলাকায় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এক অভিযান চালানো হয়। 

এ অভিযানে অবৈধভাবে চলমান ২টি ইটভাটার বিরুদ্ধে ৮,৮০,০০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ভাটার কিলন ভাঙচুর করা হয়।

অভিযান চলাকালে, মেসার্স ন্যাশনাল ব্রিকস এবং মেসার্স প্রতাবনগর ব্রিকস নামক দুইটি ইটভাটা থেকে যথাক্রমে ৫,৮০,০০০ এবং ৩,০০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। 

এছাড়াও, মেসার্স ন্যাশনাল ব্রিকসের ১২০ ফুট দীর্ঘ কিলন এক্সকাভেটরের সাহায্যে ভেঙে ফেলা হয় এবং তাদের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করার নির্দেশনা দেয়া হয়।

এছাড়া, ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে আড়াইহাজার উপজেলার শিলমান্দী এলাকায় আরও একটি অভিযানে মেসার্স এএম ব্রিকস নামক ইটভাটার কার্যক্রম বন্ধ করে ১,০০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ফতুল্লার বক্তাবলী এলাকায় একাধিক অভিযানে মেসার্স জাফর ব্রিকস ও মেসার্স নবীন ব্রিকস এর কার্যক্রম বন্ধ করা হয় এবং ২,০০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। 

এর পাশাপাশি, ইটভাটার কাঁচা ইট ও কিলনে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দেয়া হয়, যা ধ্বংস করা হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন যে, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বায়ুদূষণকারী অবৈধ ইটভাটা ও কারখানাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com