
নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ব্যাপক অভিযান পরিচালনা করছে। এই অভিযানে আইন লঙ্ঘনকারী ৫টি ইটভাটা থেকে বিপুল পরিমাণ জরিমানা আদায় করা হয়েছে এবং বেশ কয়েকটি ভাটার কিলন ভেঙে ফেলা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার বক্তাবলী এলাকায় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এক অভিযান চালানো হয়।
এ অভিযানে অবৈধভাবে চলমান ২টি ইটভাটার বিরুদ্ধে ৮,৮০,০০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ভাটার কিলন ভাঙচুর করা হয়।
অভিযান চলাকালে, মেসার্স ন্যাশনাল ব্রিকস এবং মেসার্স প্রতাবনগর ব্রিকস নামক দুইটি ইটভাটা থেকে যথাক্রমে ৫,৮০,০০০ এবং ৩,০০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও, মেসার্স ন্যাশনাল ব্রিকসের ১২০ ফুট দীর্ঘ কিলন এক্সকাভেটরের সাহায্যে ভেঙে ফেলা হয় এবং তাদের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করার নির্দেশনা দেয়া হয়।
এছাড়া, ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে আড়াইহাজার উপজেলার শিলমান্দী এলাকায় আরও একটি অভিযানে মেসার্স এএম ব্রিকস নামক ইটভাটার কার্যক্রম বন্ধ করে ১,০০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ফতুল্লার বক্তাবলী এলাকায় একাধিক অভিযানে মেসার্স জাফর ব্রিকস ও মেসার্স নবীন ব্রিকস এর কার্যক্রম বন্ধ করা হয় এবং ২,০০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এর পাশাপাশি, ইটভাটার কাঁচা ইট ও কিলনে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দেয়া হয়, যা ধ্বংস করা হয়।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন যে, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বায়ুদূষণকারী অবৈধ ইটভাটা ও কারখানাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।