শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ   ক্ষমতায় গেলে ইসলামী আইন চালুর প্রশ্নে যা বললেন জামায়াত আমির   গণভোটে সরকারি চাকরিজীবীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি   নওগাঁয় জনসভার মঞ্চে তারেক রহমান    ফখরুলের গলায় টাকার মালা!   চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট   ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   
গণহত্যার আসামির জামিনে ‘সতর্ক’ থাকতে বললেন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৪২ পিএম

জুলাই গণহত্যা মামলার আসামিরা জামিনে বের হতে পারলে বিচারকাজকেই ‘বাধাগ্রস্ত’ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বিচারকদের উদ্দেশে তিনি বলেছেন, ‘এখানে আপনাদের রিল্যাক্স হওয়ার কোনো সুযোগ নাই। এটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন।’

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ে মঙ্গলবার রাজধানীর রাজারবাগে আয়োজিত এক কর্মশালায় তার এমন বক্তব্য আসে।

উপদেষ্টা বলেন, ‘আমরা খুব চ্যালেঞ্জিং সময় অতিবাহিত করছি। পুলিশ বাহিনী অনেক কষ্ট করে একটা হত্যা মামলার আসামিকে ধরে আনে, হত্যা মামলার আসামি, জুলাই গণহত্যা মামলার আসামি, সেখানে আপনাদের অবশ্যই জামিন দেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। এবং আপনাদের লক্ষ্য রাখতে হবে যে এ আসামিরা বেরিয়ে এই বিচার প্রক্রিয়াটাকে কতটা বাধাগ্রস্ত করতে পারে। এটা আইনের কথা। আমার বানানো কথা না।’

আসিফ নজরুল বলেন, ‘একটা কমন অভিযোগ থাকে পুলিশের, এটা আমি অনেক আগে থেকে শুনে আসছি যে ‘আমরা আসামি ধরে এন দিই, জাজরা ছেড়ে দেয়।’ এটা অনেক পুরনো কমপ্লেইন। আমি এটা বোধহয় ২০-৩০ বছর যাবত শুনছি। তো আমার একটা জিনিস শুধু, এখনকার পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে অনুরোধ থাকবে, পুলিশ ভাই যারা আছেন, আপনারা এফআইআরটা একটু ডিটেইল করে লিখবেন। অনেকসময় এজহারে অনেক তথ্য থাকে না। কিন্তু আপনি এফআইআর লেখার সময়, এটা তো আপনার হাতে, আপনার তো সেই দক্ষতাটা আছে, আসামির পরিচয় যতটা জানানো যায়, জানানোর চেষ্টা করেন।’

তিনি বলেন, ‘বিশেষ করে যখন ফরওয়ার্ডিং দেবেন অ্যারেস্ট করার, অ্যারেস্ট করার ক্ষেত্রে ফরওয়ার্ডিং দেওয়ার তো আপনার অথরিটি আছে। ফরওয়ার্ডিং এর মধ্যে যথেষ্ট তথ্য দিয়ে আসামির ইনভলমেন্ট, আসামির পরিচয়টা ভালো করে আইডেন্টিফাই করে দিয়েন। তাহলে আমাদের বিচারকদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।’

এ সময় উপদেষ্টা বিচারকদের উদ্দেশে বলেন, ‘আমাদের যারা জাজরা আছেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা বিগার পিকচার অব ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এটা মাথায় রাখবেন। আপনারা হুটহাট করে জামিন দেবেন না। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদি একই অপরাধ আবার করার চেষ্টা করেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। আপনারা আমার থেকে ভাল জানেন।’

তিনি আরও বলেন, ‘আবার যিনি জামিনের যোগ্য, গত আমলের মত তাকে জামিন থেকেও বঞ্চিত কইরেন না। বাট মোট কথা হচ্ছে, অভারল যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, সেটা মাথার মধ্যে রাখবেন।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com