শনিবার ৩১ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২

শিরোনাম: আবু সাঈদের গ্রামের বাড়িতে তারেক রহমান   তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী মনে করেন ৪৭ শতাংশ মানুষ   মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত   পিরোজপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান    সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল: মিশা সওদাগর   ইরানের কাছাকাছি মার্কিন যুদ্ধবহর, যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান   শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন অপু বিশ্বাস   
কক্সবাজারের সাবেক ডিসি রুহুল আমিন ফের কারাগারে
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪৪ পিএম

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ভূমি অধিগ্রহণে অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে ২৩ কোটি আত্মসাতের অভিযোগে দায়ের মামলায় সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মুন্সি আব্দুল মজিদের আদালত এ আদেশ দেন বলে জানিয়েছেন, দুদকের কক্সবাজার জেলার পাবলিক প্রসিকিউটর ( পিপি ) মোহাম্মদ সিরাজ উল্লাহ।

আসামি মোহাম্মদ রুহল আমিন কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ছিলেন।মামলার বাদী এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী মহেশখালী উপজেলার মাতারবাড়ী এলাকার বাসিন্দা।

মামলার নথির বরাতে দুদকের রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজ উল্লাহ বলেন, বিগত ২০১৪ সালে মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণকে কেন্দ্র করে তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিদের সংঘবদ্ধ একটি অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে ২৩ কোটি টাকা আত্মসাত করেন। 

এ ঘটনায় ভূক্তভোগী ব্যক্তি এ কে এম কায়সারুল হক বাদী হয়ে জেলা প্রশাসক রুহুল আমিনকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে বিগত ২০১৪ সালের ১৯ নভেম্বর জেলা ও দায়রা জজ আদালতে একটি এজাহার দায়ের করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে তদন্তের জন্য দুদকে প্রেরণ করেন। 

মামলার বাদী এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী জানান, মামলাটি দায়েরের পর প্রধান আসামিসহ অন্যান্য অভিযুক্তরা নানা জাল-জালিয়াতির আশ্রয় নিয়েছেন। এমনকি তৎকালীন জেলা ও দায়রা জজকে বশীভূত করে এজাহারে পুনঃলিখন করে আসামির নাম পরিবর্তনের পাশাপাশি নানা অনৈতিক পন্থা অবলম্বন করেছেন। উল্টো বাদীকে হয়রানি করতে একাধিক মিথ্যা মামলাও দায়ের করেছেন।

এখন আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করে জানান, আদালতের কাছে তিনি ন্যায়বিচার পাবেন বলে আশাবাদী



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com