প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:০২ পিএম

জামালপুরের মেলান্দহে ৮ বছর পর অনুষ্ঠিত হলো উপজেলা বিএনপির সম্মেলন।
শনিবার বিকেলে মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোস্তাফিজুর রহমান বাবুল সভাপতি ও মঞ্জুরুল কবির মঞ্জু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মোস্তাফিজুর রহমান বাবুল আগের কমিটির আহ্বায়ক ও মঞ্জুরুল কবির মঞ্জু আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
জানা গেছে, এর আগে ২০১৬ সালে মেলান্দহ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছিল। এরপর দীর্ঘ ৮ বছর কোনো সম্মেলন করতে পারেনি দলটি। শেখ হাসিনা সরকারের পতনের পর সক্রিয় হন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা।
প্রথম অধিবেশনে উপজেলা কমিটির সাবেক আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব নুরুল আলম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমসহ অন্যরা বক্তব্য দেন।
সভাপতি পদে মোস্তাফিজুর রহমান বাবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মঞ্জুরুল কবির মঞ্জুসহ তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিজয়ী সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, দীর্ঘদিন পর হলেও আমরা স্বাধীনভাবে দলের সম্মেলন করতে পেরেছি। আশা করি, নতুন নেতৃত্বের মাধ্যমে দল আরও সুসংগঠিত ও শক্তিশালি হবে।
সাধারণ সম্পাদক মঞ্জরুল কবির মঞ্জু বলেন, বিগত সরকারের লোকজন আমাদের ওপর মামলা-হামলা করে অত্যাচার-নির্যাতন করেছে। তবুও আমি দলের নেতাকর্মীদের পাশে ছিলাম। তারা আমাকে মূল্যায়ন করেছেন।