প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩১ পিএম

গাজীপুর জেলার মির্জাপুর এলাকায় বৃহস্পতিবার বিকেল ৫:৪০ মিনিটে একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে এই অভিযান পরিচালনা করেন।
মোবাইল কোর্টের মাধ্যমে "মেসার্স আঁখি ব্রিকস" নামক প্রতিষ্ঠানটিকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ইটভাটাটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।
এই অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন মো: মইনুল হক, সহকারী পরিচালক, গাজীপুর। এছাড়াও পরিবেশ অধিদপ্তর, গাজীপুর থেকে পরিদর্শক সঞ্জিত বিশ্বাস এবং উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, অবৈধ ইটভাটা নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।