প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:২৫ পিএম

চলতি মাসের ১৯ তারিখ থেকে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সবশেষ ২০১৭ সালে আইসিসির এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল। এবার হাইব্রিড মডেলে পাকিস্তান ও দুবাইয়ে বসছে মহাযজ্ঞ। এবারের আসরে ভারত-পাকিস্তানের গ্রুপে আছে বাংলাদেশ।
৮ দলের টুর্নামেন্টটি সামনে রেখে চলমান বিপিএল ফাইনাল শেষেই শুরু হবে টাইগারদের অনুশীলন ক্যাম্প। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে মিরপুর শের-ই বাংলায় শুরু হতে যাওয়া এই প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে বাংলাদেশে আসছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। আগামী ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) ঢাকায় ফিরছেন বলে ঢাকা পোস্টকে মুশতাক নিজেই নিশ্চিত করেছেন।
এদিকে আজ থেকে ক্রিকেটারদের অনেকে ঐহ্যিক অনুশীলন শুরু করেছেন। এ ছাড়া ৮ তারিখ থেকে শুরু হবে মূল অনুশীলন। পাইপলাইনে থাকা ক্রিকেটারদেরও প্রধান কোচ ফিল সিমন্স পরখ করে দেখবেন বলে জানা গোছে।
সবকিছু ঠিক থাকলে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অনুশীলন ক্যাম্প। এরপর ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে পৌঁছে একটি প্রস্তুতি ম্যাচ খেলারও কথা রয়েছে টাইগারদের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ২০ ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তরা।