বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ৫ ফাল্গুন ১৪৩১

শিরোনাম: কুয়েটে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫০   উত্তরায় দম্পতিকে প্রকাশ্যে কোপানো দুজন রিমান্ডে   শেয়ারবাজারের ৭শ কোটি টাকা লুট করে লাপাত্তা হাসান তাহের ইমাম   শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করার তারিখ নির্ধারণ   কুয়েটে সংঘর্ষ, বৈষম্যবিরোধী ছাত্রদের কর্মসূচি ঘোষণা   ঈদের পর কঠোর আন্দোলনে নামবে ইমরান খানের দল   দল নয়, তরুণরাই স্বৈরাচারের পতন ঘটিয়েছে: প্রেস সচিব   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ধর্ষণ ও হত্যার অগণিত হুমকি পাচ্ছি: সাফজয়ী সুমাইয়া
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:২২ পিএম

কোচ পিটার বাটলারের সঙ্গে বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়দের দ্বন্দ্বটা অনেক দিন ধরেই। তবে কিছুদিন আগে ভিন্ন এক মাত্রা যোগ হয়েছে। তাতে উত্তাল নারী ফুটবল। বাটলার দায়িত্বে থাকলে গণঅবসর নেবেন মেয়েরা, এমন শর্তই দিয়েছেন সাবিনা খাতুন-মাসুরা পারভীনরা।

সেই ঘটনার ঢামাঢোলের মধ্যে ভয়ংকর এক অভিজ্ঞতা জানিয়েছেন মাতসুশিমা সুমাইয়া। বাফুফেকে দেওয়া ইংরেজি চিঠিটি নিজ হাতে লিখেছেন বলে ধর্ষণ ও মৃত্যুর হুমকি পাচ্ছেন তিনি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন জাপানি বংশোদ্ভূত নারী ফুটবলার।

সুমাইয়ার দেওয়া পোস্ট নিচে হুবহু তুলে ধরা হলো-

‘আসসালামু আলাইকুম।

আমার নাম মাতসুশিমা সুমাইয়া, বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড়। ইংরেজি মিডিয়ামের ছাত্রী হিসেবে ইন্টার স্কুলে খেলা থেকে শুরু করে মালদ্বীপে লিগ জয় এবং ২০২৪ সালে বাংলাদেশের হয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের অভিজ্ঞতা আমার জন্য ছিল অম্ল-মধুর ছিল।

যখন এই পথ বেছে নিয়েছি, আমার স্বপ্ন ছিল তরুণীদের অনুপ্রাণিত করা; যাদের মা-বাবা চান তারা শুধু পড়াশোনাতেই মনোযোগী থাকুক। দেখাতে চেয়েছিলাম আবেগ এবং সংকল্প যেকোনো প্রতিবন্ধকতা ভেঙে দিতে পারে।

কিন্তু আজ আক্ষেপ নিয়ে বলতে হচ্ছে, আমার শিক্ষা, পরিবার, ঈদ-সব কিছু এমন একটি দেশের জন্য উৎসর্গ করেছি, যারা আমাদের সংগ্রামগুলোর প্রশংসা করতে জানে না।

ফুটবল খেলার জন্য মা-বাবার সঙ্গে লড়াই করেছি এই বিশ্বাসে যে হয়তো একদিন দেশ আমার পাশে দাঁড়াবে। কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন। কেউ আসলে ক্রীড়াবিদের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তা করে না। যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, সে সম্পর্কে নিজের এবং সতীর্থদের নিয়ে ইংরেজিতে একটি চিঠি লেখার ন্যূনতম দক্ষতা আমার আছে।

কয়েক দিন ধরে আমি অগণিত মৃত্যু এবং ধর্ষণের হুমকি পেয়েছি- যেসব শব্দ ব্যবহৃত হয়েছে, সেটা আমাকে এমনভাবে ভেঙে দিয়েছে যা কল্পনাও করিনি। জানি না এই মানসিক আঘাত থেকে বেরিয়ে আসতে কত দিন লাগবে। তবে এটা জানি, কেবল স্বপ্ন পূরণের জন্য কাউকে যেন এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com