রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ ২৯ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশি শান্তিরক্ষী নিহতে সমবেদনা জানাতে ইউনূসকে গুতেরেসের ফোন   ভোটের মাঠে চোরাগোপ্তা হামলার আশঙ্কা ইসির, কঠোরভাবে দমনের নির্দেশ   ভুরুঙ্গামারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা    মোংলায় অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ   টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত   শাহাদতবার্ষিকীতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের প্রতি শ্রদ্ধা নিবেদন   বুদ্ধিজীবী দিবসে মৌলভীবাজারে নানা বয়সী মানুষের শ্রদ্ধা নিবেদন   
http://www.dailyvorerpata.com/ad/1763085968.gif
কুম্ভমেলায় মৃত্যু
তথ্য গোপনের অভিযোগে উত্তাল ভারতের সংসদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩৮ পিএম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদের বাজেট অধিবেশন শুরুর দিন বলেছিলেন, অনেক বছর পর এই প্রথম সংসদীয় অধিবেশনের আগে বিদেশি স্ফুলিঙ্গ দেখা গেল না। এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন, সংসদ সরগরম করে তুলতে এবার বিদেশি প্ররোচনায় বিরোধীদের উজ্জীবিত হতে দেখা যাচ্ছে না। 

‘বিদেশি প্ররোচনার’ অভিযোগ না থাকলেও আজ সোমবার ভারতের সংসদের উভয় কক্ষ গমগম করে ওঠে কুম্ভমেলায় হাজার হাজার মানুষের পদপিষ্ট হওয়া ও সেই কারণে ‘অগুন্তি’ মানুষের মৃত্যুকে কেন্দ্র করে।

প্রধানমন্ত্রী বোঝাতে চেয়েছিলেন, রাফাল দুর্নীতি, পেগাসাস কেলেংকারি, হিন্ডেনবার্গ তথ্যে আদানি গোষ্ঠীর দুর্নীতির মতো যা কিছু অভিযোগ এত কাল ধরে হয়েছে, সবই এসেছে বিদেশ থেকে এবং তা জানাজানি হয়েছে সংসদের অধিবেশন শুরুর আগে। এবারই ব্যতিক্রম। 

এই ব্যতিক্রমের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বোঝাতে চেয়েছিলেন, এবারের অধিবেশন সম্ভবত শান্তিতে হতে চলেছে। তার সেই ধারণা ভুল প্রমাণিত হলো মহাকুম্ভে ঘটে যাওয়া মহাবিপর্যয়ের মধ্য দিয়ে। আজ সংসদের দুই কক্ষেই বিরোধীরা মহাকুম্ভে মৃত্যুকে কেন্দ্র করে সরকারকে চেপে ধরেন। দাবি জানান, পদপিষ্ট হয়ে কতজনের মৃত্যু হয়েছে, কতজনই–বা নিখোঁজ, তার প্রকৃত সংখ্যা জানাতে। সরকার আজও সেই তথ্য জানাতে পারেনি।

কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেসসহ বিরোধীরা লোকসভা ও রাজ্যসভায় কুম্ভ বিপর্যয় নিয়ে সরকারকে জবাবদিহি করার জন্য চাপ দেন। আলোচনার দাবি জানান। বিরোধীদের অভিযোগ, ঘটনার পর পাঁচ দিন কেটে গেছে, আজ পর্যন্ত উত্তর প্রদেশ সরকার কতজনের মৃত্যু হয়েছে, কতজনই–বা নিখোঁজ, সেই তালিকা প্রকাশ করেনি। সরকারিভাবে ৩০ জনের মৃত্যু হয়েছে বলা হলেও কারা মারা গেছেন, তাদের নামধাম কিছুই প্রকাশ করেনি। বিরোধীদের দাবি, শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। সরকার হতাহতের সংখ্যা গোপন করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অসহায়। স্বজন হারানো মানুষের কাছে প্রশাসন কোনো তথ্যই দিতে পারছে না। বিরোধীরা বলেন, মুখ্যমন্ত্রী আদিত্যনাথের উচিত, ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা।

প্রকৃত তথ্য জানানোর দাবিতে বিরোধীরা একটা সময় সভাকক্ষের ওয়েলে পর্যন্ত নেমে আসেন। লোকসভার স্পিকার ও রাজ্যসভার চেয়াম্যান তাদের শান্ত থাকার অনুরোধ সত্ত্বেও কাজ হয়নি। সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজুও সদস্যদের অনুরোধ করেন সভার কাজ চালাতে সহযোগিতার জন্য। কিন্তু দুই কক্ষেই বিরোধীরা মোদি ও যোগীর ব্যর্থতার প্রতিবাদ জানান। স্লোগান দেন। লোকসভার স্পিকার ওম বিড়লা একটা সময় কংগ্রেস সদস্য প্রদ্যোৎ বরদলুইয়ের উদ্দেশে বলেন, ‘আপনাদের সংসদে পাঠানো হয়েছে তাদের হয়ে প্রশ্ন করতে। টেবিল ভাঙতে নয়। অথচ সেটাই যদি করতে চান, তাহলে এত জোরে টেবিল চাপড়ান, যাতে তা ভেঙে যায়।’ কুম্ভ নিয়ে আলোচনায় সরকার রাজি না হওয়ায় দুই কক্ষেই বিরোধীরা ওয়াক আউট করেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





http://www.dailyvorerpata.com/ad/1763086027.gif

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/1765376223.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085829.gif
http://www.dailyvorerpata.com/ad/1763085901.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763091212.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com