সোমবার ২৪ মার্চ ২০২৫ ১০ চৈত্র ১৪৩১

শিরোনাম: একনেকে ২১ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প অনুমোদন   প্রধান উপদেষ্টার চীন সফরকে কেন্দ্র করে আসতে পারে বড় ধরনের ঘোষণা   বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার, মুখ খুললেন সেই বিচারপতি   হাসিনার মতোই একাত্তরে নেতাকর্মীদের ছেড়ে পালিয়েছিলেন শেখ মুজিব   ভারতীয় বাবা-মেয়েকে যুক্তরাষ্ট্রে গুলি করে হত্যা   সেনাবাহিনী সব সময় জুলাই আহতদের পাশে থাকবে: সেনাপ্রধান   সেনাবাহিনী পক্ষে ছিল বলেই হাসিনা পালাতে বাধ্য হয়েছে : রিজভী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সম্মিলিত প্রচেষ্টা ছাড়া দুর্নীতি রোধ সম্ভব নয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১০ AM

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ বলেছেন, দুর্নীতি নির্মূল করে এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া দুর্নীতি রোধ করা সম্ভব নয়। দুর্নীতির কারণে দেশের বহু মেগা প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চকদড়ি খড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যাকাত ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত সুপেয় পানির প্রকল্প উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ আব্দুর রশিদ বলেন, নিজের জন্মস্থান খড়িতলা গ্রামে নিজস্ব জায়গায় সর্বজনীন কবরস্থান, সুপেয় পানির প্রকল্প এবং কমিউনিটি চিকিৎসা সেবা কেন্দ্র স্থাপন করেছেন, যা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে।

সভায় বক্তারা বলেন, সাতক্ষীরার পাঁচটি আসন পুনর্বিন্যাসের ফলে কালিগঞ্জ-শ্যামনগরকে বিভক্ত করা হয়েছে, যার কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। অচিরেই পাঁচটি আসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

এ ছাড়া সুন্দরবন ভিত্তিক পর্যটন শিল্পের বিকাশের জন্য শ্যামনগর-কালিগঞ্জ-সাতক্ষীরা মহাসড়ক দ্রুত সংস্কার এবং মুন্সিগঞ্জ থেকে নাভারন পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করতে বসন্তপুর নৌবন্দর পুনঃস্থাপন এবং উপজেলার লবণাক্ত ১২টি ইউনিয়নে সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা জজ কোর্টের পিপি ও কালিগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, শিক্ষক মিলন হোসেন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং ছাত্র সমন্বয়ক রাকিবুল ইসলাম প্রমুখ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com