প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৫:০২ পিএম

ইজারা বাতিল করায় দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে বরিশালের বাবুগঞ্জ এবং মুলাদী উপজেলার সংযোগস্থল মীরগঞ্জ নদীর ফেরিঘাটে।
ইজারা বাতিলের ফলে আগে জোরপূর্বক আদায় করা ৩৫০০ টাকার ভাড়া এখন সরকার নির্ধারিত ৫০০ টাকা আদায় করা হচ্ছে। এতে স্বস্তি প্রকাশ করেছে ওই রুটে চলাচলকারী হিজলা, বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার কয়েক লাখ মানুষ।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার সংযোগস্থল মীরগঞ্জ ফোরিঘাটে ৩ বছর মেয়াদে ইজারার জন্য দরপত্র আহ্বান করে সড়ক ও জনপদ বিভাগ। কিন্তু স্থানীয় দুই পক্ষের রেষারেষিতে ১৬ কোটি টাকায় গিয়ে দাঁড়ায় সেই ইজারা। যার প্রভাব পড়ে স্থানীয় ৩ উপজেলার বাসিন্দা ও যানবাহনের উপর।
ইজারাদাররা সরকার নির্ধারিত ভাড়ার কয়েকগুণ বেশি আদায় করতেন। এতে করে কার্গো ট্রাক ৫০০ টাকার ভাড়া নেওয়া হতো ৩৫০০, বড় বাস ১৮০ টাকার স্থলে ২৪০০-২৮০০ টাকা, মোটরসাইকেল ২০ টাকার ভাড়া ১০০ টাকা নেয়ার মতো নৈরাজ্য চালাতো ইজারাদার। এ টাকা দিতে কেউ অপরাগতা প্রকাশ করলে তাকে ঘাটে বসে লাঞ্ছিত পর্যন্ত করা হতো।
অবশেষে ইজারাদারদের বিরুদ্ধে এ সকল অনিয়ম ও জুলুম-নির্যাতনের প্রমাণ পাওয়ায় জানুয়ারি মাসের ২০ তারিখ মীরগঞ্জ ফেরিঘাট এলাকার ইজারা বাতিল করে সড়ক ও জনপদ বিভাগ। ইজারা বাতিল সংবাদে খুশি ৪ উপজেলার কয়েক লাখ মানুষ। এখন সরকার নির্ধারিত নায্য ভাড়া দিচ্ছেন সবাই।
ইজারা বাতিলে জেলা প্রশাসক ও সড়ক বিভাগের কঠোর অবস্থানের প্রশংসার, পাশাপাশি আগামীতেও যেন জিম্মি করা থেকে মুক্ত থাকে সকল ইজারাদার এই প্রত্যাশা সচেতন মহলের।