শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২

শিরোনাম: আবু সাঈদের গ্রামের বাড়িতে তারেক রহমান   তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী মনে করেন ৪৭ শতাংশ মানুষ   মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত   পিরোজপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান    সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল: মিশা সওদাগর   ইরানের কাছাকাছি মার্কিন যুদ্ধবহর, যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান   শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন অপু বিশ্বাস   
বোন-ভগ্নিপতির প্রতারণায় সহায়-সম্বল হারিয়ে চিরকুমার সলোমোন এখন টোংঘরে
রফিকুল ইসলাম, ঝিকরগাছা
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ২:০০ পিএম আপডেট: ৩০.০১.২০২৫ ২:০২ PM

যশোরের ঝিকরগাছায় চিরকুমার এক ভাইয়ের ৪৬ শতক জমি প্রতারণার মাধ্যমে লিখে নেওয়ার পাশাপাশি নগদ ৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তারই আপন বোন-ভগ্নিপতি। 

সহায়-সম্বল হারিয়ে সলোমোনে এখন ঠাঁই হয়েছে একটি মৎসঘেরের টোংঘরে। তার সম্পত্তি ও নগদ টাকা ফিরে পেতে বিচারের আশায় দ্বারে-দ্বারে ঘুরছেন।

প্রতারণার শিকার সলোমোন সরকারের এখন দিন কাটছে অর্ধাহারে-অনাহারে। সম্পত্তি ও নগদ টাকা হাতছাড়া হওয়ায় সলোমোন সরকারের  বৈমাত্রেয় ভাই-বোন ও তাদের সন্তানেরাও স্বার্থের টানাপোড়েনে এখন মুখ ফিরিয়ে নিয়েছেন। 

উভয় সংকটে পড়েছেন সলোমোন। এ অবস্থায় সদয় হয়ে প্রতিবেশীরা যে যতটুকু খাবার দিচ্ছেন তাতেই মিটছে তার যঠরজ্বালা। প্রতারণা, চরম অমানবিকতা ও নিষ্ঠুরতার এই ঘটনাটি ঘটেছে, উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া খ্রিস্টান মিশনপল্লীতে।

ঘটনাটি জানাজানির পর শিমুলিয়া মিশনপল্লী ও পার্শ্ববর্তী বোদখানা খ্রিস্টান  কমিউনিটিসহ মুসলিম সম্প্রদায়ের মধ্যেও তীব্র ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 

গত ২১ জানুয়ারি প্রতারক বোন ও ভাগ্নেসহ ৪ জনের নাম উল্লেখ করে সলোমোন সরকার বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। ঝিকরগাছা থানায় করা ওই লিখিত অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন অনুসন্ধানে গেলে অভিযোগের সত্যতা বেরিয়ে পড়ে।

অভিযোগসূত্রে জানা গেছে, শিমুলিয়া মিশনের ১নং কলোনির বাসিন্দা মৃত রুবেল সরকারের ছেলে সলোমোন সরকার একজন চিরকুমার। তিনি দীর্ঘদিন ধরে একাকীত্ব বসবাস করে আসছিলেন। 

বছর দেড়েক আগে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে বৈমাত্রেয় ভাই জোহন সরকার (৬০) ও ভোষণ সরকার (৫০) তাকে চিকিৎসা করানোর চেষ্টা করেন। কিন্তু তারা বৈমাত্রেয় ভাই হওয়ায় সলোমোন সরকার তাদের প্রতি আস্থা রাখতে পারছিলেন না।

এ অবস্থায় তার আপন বোন বোদখানা গ্রামের সুশীল বিশ্বাসের স্ত্রী সূর্যমনি বিশ্বাস তাকে চিকিৎসা করানোর কথা বলে প্রথমে নিজ বাড়িতে নিয়ে যান। কিছু দিনপর চিকিৎসার কথা বলে ঝিকরগাছা সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে শিমুলিয়া মৌজার ৪৬ শতক জমি ভাগ্নে লিটু বিশ্বাসের নামে রেজিস্ট্রি করে নেন। 

তাকে যাবতীয় ভরণ-পোষণের আশ্বাস দিয়ে তার কাছে থাকা ৪ লাখ নগদ টাকা হাতিয়ে নেন। নগদ চার লাখ টাকা কোথায় পেলেন? এমন প্রশ্নের জবাবে সলোমোন সরকার দাবি করেন, চিরকুমার হওয়ায় তেমন কোন সংসার খরচ ছিল না। পাশাপাশি বিভিন্ন সময়ে স্বেচ্ছাসেবী সংস্থা আরআরএফ থেকে ঋণ গ্রহণ, ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্তভাতা, মিশন প্রধানের কাছ থেকে বিভিন্ন সময়ে পাওয়া অনুদানসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আর্থিক সাহায্য-সহযোগিতায় তিলে-তিলে অনেক কষ্টে তিনি এই টাকা সঞ্চয় করেছেন বলে দাবি করেন।

এ ব্যাপারে জানতে চাইলে শিমুলিয়া মিশনের বাসিন্দা সলোমোন সরকারের বৈমাত্রেয় ভাই জোহন সরকার, ভোষণ সরকার, ভোষণের  স্ত্রী শিউলি সরকার, ছোটবোন চাঁনমনি সরকার, ১নংকলোনির মোড়ল আত্তিল বিশ্বাস প্রতারণার বিষয়টি স্বীকার করে বলেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জমি লিখে নেওয়ার পাশাপাশি নগদ টাকা আত্মসাৎ করেছেন তার বোন সূর্যমনি বিশ্বাস, তার স্বামী সুশীল বিশ্বাস, ভাগ্নে লিটু বিশ্বাস ও আশা বিশ্বাস। অভিযোগের সত্যতা জানতে বোদখানা গ্রামের মিশনপল্লীর বাসিন্দা অভিযুক্ত সূর্যমনি বিশ্বাস ও তার স্বামী সুশীল বিশ্বাসের সাথে দেখা করতে বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে তাদের প্রতিবেশীর কাছ থেকে নেওয়া মোবাইল ফোন নম্বরে সূর্যমনি বিশ্বাসের স্বামী সুশীল বিশ্বাস দাবি করেন, জমি বিক্রির ৫ লাখ ৮ হাজার ও কাছে থাকা নগদ টাকা তার চিকিৎসা বাবদ খরচ করা হয়েছে। 

তাদের এই দাবিটি ভিত্তিহীন ও অবিশ্বাস্য বলে উড়িয়ে দিয়েছেন খ্রিস্টান মিশন ও কমিউনিটি প্রধানসহ এলাকাবাসী। 

এ ব্যাপারে ঝিকরগাছা থানার দায়িত্বপ্রাপ্ত ওসি (তদন্ত) আবু সাঈদের কাছে জানতে চাওয়া হলে বাদীর লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, বিষয়টি স্থানীয়ভাবে আপস-মীমাংসার অনুরোধ জানিয়ে সময় চাওয়া হয়েছে। শান্তিপূর্ণ আপস-মীমাংসা না হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com