প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ১:০৬ পিএম আপডেট: ৩০.০১.২০২৫ ১:০৭ PM

দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেছেন, দেশের জনগণের একমাত্র আকাঙ্ক্ষা দুর্নীতিমুক্ত বাংলাদেশ।
গতকাল বুধবার বিকেল ৪টায় দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির গাজীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে গাজীপুরের শিমুলতলীর একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি দুর্নীতির বিরুদ্ধে জনগণের জানমালের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা, বাজার মূল্য নিয়ন্ত্রণের স্বার্থে গাজীপুর জেলার সৎ সাহসী দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
ডক্টর প্রকৌশলী মো. লুৎফর রহমানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রকৌশলী মনির আহমেদ, কবি কাজী আলম, প্রকৌশলী তারিক উল ইসলাম তনয়, আমিনুল ইসলাম, সাংবাদিক আনোয়ার উল্লাহ, রফিকুল ইসলাম লাভলু, মহিউদ্দিন তালুকদার কাজল, লায়ন আনোয়ার হোসেন রুমি, সুলতানা মিতু, তাসলিমা আক্তার প্রমুখ।
সভায় সাংবাদিক দেলোয়ার হোসেন, মোস্তফা হোসেন আজাদ, মোস্তাফিজুর রহমানসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।