শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২

শিরোনাম: আবু সাঈদের গ্রামের বাড়িতে তারেক রহমান   তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী মনে করেন ৪৭ শতাংশ মানুষ   মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত   পিরোজপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান    সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল: মিশা সওদাগর   ইরানের কাছাকাছি মার্কিন যুদ্ধবহর, যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান   শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন অপু বিশ্বাস   
লোভ দেখিয়ে তরুণ প্রজন্মকে কেনা যাবে না: হাসনাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৯:৩৪ AM

চুয়াডাঙ্গা শহরের পৌরমুক্ত মঞ্চে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মুখরিত এ সভায় বক্তৃতা ও স্লোগানে সরগরম ছিল পুরো মাঠ।

বিকেলে মঞ্চে ওঠেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসুম এবং জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক সেলের সদস্য মোল্লা ফারুক এহসান। বক্তারা দেশের বৈষম্য দূরীকরণ ও গণমানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, "আসনের প্রলোভন দেখিয়ে তরুণ প্রজন্মকে কেনা যাবে না। আমাদেরকে হাসিনা কিনতে পারেনি, আওয়ামী লীগও পারেনি। তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণে যারা বেইমানি করবেন, তাদের জন্য রাজনীতিতে কোনো জায়গা নেই। আমরা দৃপ্ত কণ্ঠে বলতে চাই, আমাদের লোভ দেখিয়ে কিংবা প্রলোভনে ফেলে পার্লামেন্টে একটি সিট দিয়েও আমাদের আদর্শকে কেনা যাবে না।"

জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক সেলের সদস্য মোল্লা ফারুক এহসান বলেন, "ব্যবসা-বাণিজ্য ও হাটবাজার দখলের প্রলোভন দেখিয়ে আন্দোলনকে থামানো যাবে না। আমরা রাজপথে থেকে দেশের প্রতিটি মানুষের অধিকার আদায় করব।"

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসুম চুয়াডাঙ্গার কৃষি ও অর্থনৈতিক উন্নয়নের প্রসঙ্গ টেনে বলেন, "চুয়াডাঙ্গার প্রান্তিক চাষীদের পাশে দাঁড়াতে হবে। কৃষিপণ্যের উৎপাদন ও সুষম বিপণনের মাধ্যমে জেলার উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব। চুয়াডাঙ্গার মানুষ যদি নিজেদের সম্পদ ও সম্ভাবনার প্রতি দৃষ্টি দেয়, তাহলে এখানকার উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না।"

বক্তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কার এবং নিরপেক্ষ জাতীয় নির্বাচনই দেশের মানুষের স্বপ্ন পূরণের একমাত্র পথ। তারা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সতর্ক করে দেন, দেশের সম্প্রীতি নষ্ট করার যেকোনো প্রচেষ্টাকে প্রতিহত করতে হবে।

সভাটি পুরোপুরি আন্দোলনমুখর পরিবেশে শেষ হয়, যেখানে উপস্থিত তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষ তাদের দাবি আদায়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com