বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ৫ ফাল্গুন ১৪৩১

শিরোনাম: খুলনায় মুখোমুখি অবস্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি   শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করাই সরকারের মূল উদ্দেশ্য : প্রেসসচিব   রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আহত   ষোলো বছরে ব্যানার ধরার ৬ জনও ছিল না: কুয়েটে সংঘর্ষের পর ছাত্রদলকে হাসনাত   কুয়েটে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫০   উত্তরায় দম্পতিকে প্রকাশ্যে কোপানো দুজন রিমান্ডে   শেয়ারবাজারের ৭শ কোটি টাকা লুট করে লাপাত্তা হাসান তাহের ইমাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ, সম্পাদক শুভ
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১:০২ পিএম

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বি-বার্ষিক নির্বাচনে বাংলাদেশ প্রতিদিনের সাবেক বিশেষ প্রতিনিধি ও ব্যুরোপ্রধান রিয়াজ হায়দার চৌধুরী সভাপতি এবং আজকের পত্রিকার ব্যুরোপ্রধান সবুর শুভ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয় ভোট। চলে বিকেল ৪টা পর্যন্ত। সিইউজের মোট ৪৪৫ সদস্যের মধ্যে ভোট দেন ৩৯২ জন। ৫৩ জন ভোট দেননি। এরপর সন্ধ্যা থেকে শুরু হয় ভোট গণনা। রাত সাড়ে নয়টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে রিয়াজ হায়দার চৌধুরী ভোট পেয়েছেন ২৩০। প্রতিদ্বন্দ্বী ম. শামসুল ইসলাম পেয়েছেন ১৫৮ ভোট। সিনিয়র সহসভাপতি পদে ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সাবেক সিনিয়র সহসম্পাদক স ম ইব্রাহিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুজাহিদুল ইসলাম পেয়েছেন ১২৭ ভোট।

সহসভাপতি পদে ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি ও ব্যুরোপ্রধান সাইদুল। তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী মধ্যে সৌমেন ধর পেয়েছেন ১১২ ভোট। এছাড়া আলাউদ্দিন হোসেন দুলাল পেয়েছেন ৬৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের পত্রিকার ব্যুরোপ্রধান সবুর শুভ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হামিদ উল্লাহ পেয়েছেন ১৬৪ ভোট। এছাড়া রুবেল খান পেয়েছেন ৩১ ভোট।

যুগ্ম সম্পাদক পদে ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র রিপোর্টার ওমর ফারুক। তার নিকটতম প্রতিদ্বন্ধী জাগো নিউজের স্টাফ রিপোর্টার ইকবাল হোসেন পেয়েছেন ১৮০ ভোট।

অর্থ সম্পাদক পদে ২৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলানিউজের সিনিয়র ফটোজার্নালিস্ট সোহেল সরওয়ার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিটিভির স্টাফ রিপোর্টার মো. তৌহিদুল আলম পেয়েছেন ১২১ ভোট।

সাংগঠনিক সম্পাদক পেদে ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো ইনচার্জ সুবল বড়ুয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক পূর্বদেশের সিনিয়র রিপোর্টার ফারুক আবদুল্লাহ পেয়েছেন ১৩৪ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট মিনহাজুল ইসলাম। দুই প্রতিদ্বন্দ্বী বার্তা২৪ এর রিপোর্টার তাসনিম হাসান রিয়াদ ১৩৭ ভোট ও সরওয়ার কামাল পেয়েছেন ৬৪ ভোট।

কার্যনির্বাহী সদস্য পদে ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আহসান হাবিবুল আলম। তার নিকটতম প্রতিদ্বন্ধী বাংলাপোস্টের চিত্র সাংবাদিক মাসুমুল ইসলাম পেয়েছেন ১৭৩ ভোট।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com