শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: এন্ডোসকপির পর খালেদা জিয়ার রক্তক্ষরণ বন্ধ, শাশুড়িকে দেখে মায়ের বাসায় জোবাইদা   আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ: জামায়াত আমির   খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির   খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স    বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
মোংলায় বিএনপির কমিটি গঠনে হামলা-মারধর, ব্যালট বাক্স ছিনতাই
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ৫:০৮ পিএম

মোংলায় বিএনপির ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে হামলা ও মারধরে ঘটনা ঘটিয়েছে যুবদলের বেশ কিছু উশৃঙ্খল নেতাকর্মীরা। এতে ওয়ার্ড কমিটির সভাপতি প্রার্থী কামালসহ ৪ জন রক্তাক্ত জখম হয়েছে। পরে দুপুর সোয়া ১টার দিকে প্রশাসন ও নির্বাচন পরিচালনা কমিটির সামনে থেকে ফ্লিম ষ্টাইলে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায় তারা। 

শনিবার (২৫ জানুয়ারি) পৌর শহরের কবরস্থান রোডের দিগন্ত মসরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত ৪জনকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তি করা হয়েছে। 

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। শহরে জোরদার করা হয়েছে নৌবাহিনীর সদস্যদের টহল।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, বিএনপির কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী দেশের প্রতিটি ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে বিভাগীয় পর্যায় কমিটি গঠন করার ঘোষনা আসে স্থানীয় নেতৃবৃন্দদের কাছে। সে অনুয়ায়ী মোংলা উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ড পর্যায় কমিটি গঠন করার উদ্দ্যোগ নেয় বাগেরহাট জেলা বিএনপির নেতারা।  

শনিবার (২৫ জানুয়ারি) মোংলা পোর্ট পৌরসভার ওয়ার্ড পর্যায়রে ভোট গ্রহণের দিন ধার্য ছিল। তাই ৯টি ওয়ার্ডের ৬টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতা নির্বাচিত হলেও ৩টিতে নির্বাচনের দাবি জানানো হয়। 

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৌর সভার ১,২ ও ৬ নং ওয়ার্ডের কমিটি গঠন করার জন্য ওয়ার্ডের তালিকা অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা করেন জেলার নেতারা। কিন্ত ভোটগ্রহণ শুরু থেকেই তা ব্যাঘাত সৃষ্টি করার পাঁয়তারা করছিল পৌর যুবদলের সদস্য সচিব এম এ কাশেমসহ বেশ কিছু উশৃঙ্খল নেতাকর্মী। শনিবার দুপুর হতে না হতেই হঠাৎ যুবদল নেতা কাশেমের নেতৃত্বে ১০/১৫টি মোটরসাইকেল যোগে বেশ কিছু যুবদলের সদস্য দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে প্রবেশ করে। কিছু বুঝে উঠার আগেই নির্বাচন পরিচালনা কমিটি ও প্রশাসনের সামনে থেকে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায় পৌর যুবদলের সদস্য সচিব এম এ কাশেমসহ প্রায় ২০/২৫ জন পৌর যুবদলের নেতাকর্মী। 

এর আগে একই ব্যক্তিরা ২নং ওয়ার্ডের ইসলামী আদর্শ একাডেমি স্কুলকেন্দ্রে হামলা ও মারধরের ঘটনা ঘটায়। এতে বাধা দিলে কয়েকজনকে মেরে রক্তাক্ত যখম করে তারা। তাদের হামলা ও মারধরে বিএনপির ২নং ওয়ার্ড কমিটির সভাপতি প্রার্থী হাজী কামাল, তার ছেলে কলেজ ছাত্র আঃ আহাদ নুর, মো. ফিরোজ আহাম্মেদ ও বাহাদুর গুরুতর আহত হয়। এসময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ছুটে আসলে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে পুলিশ, নৌবাহিনীসহ অন্যান্য প্রশাসন ও জেলা বিএনপির নেতার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মোতায়ন করা হয়েছে অতিরিক্ত পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যদের।

এ ব্যাপারে মোংলা পৌর যুবদলের সদস্য সচিব এম এ কাশেমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি। তবে অভিযুক্তরা অনেকেই ব্যালট বাক্স ছিনতাই না, আওয়ামী দোসরদের সদস্য বানিয়ে ভোটগ্রহণের ফলে ৬নং ওয়ার্ডের ভোটার বাক্স ত্যাগিরা নিয়ে চলে যায় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মধ্যে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন।

নির্বাচন প্রস্তুত কমিটির আহ্বায়ক ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম গোরা ও জেলা বিএনপির সদস্য শেখ নাছির আহাম্মেদ মালেক ক্ষোভ প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী মোংলা  উপজেলার প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড কমিটি গঠনের জন্য নির্বাচনে ব্যবস্থা নেয়া হয়। কিন্ত যুবদলের কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী সেই নির্বাচন বানচাল করার চেষ্টা করেছে। এবং ৬নং ওয়ার্ডে ভোটকেন্দ্রে প্রবেশ করে ব্যালট বাক্স ছিনতাই করেছে। ফলে সেই ওয়ার্ডের নির্বাচন স্থাগিত করা হয়েছে। এবং পুনরায় তফসিল ঘোষণা করে ভোটগ্রহণ করা হবে। এছাড়া যারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা করে দলীয় সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় জেলা নেতারা।

মোংলা পোর্ট পৌরসভায় ৯টি ওয়ার্ডের মধ্যে ৬টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতা নির্বাচিত হলেও ৩টিতে চলছিল ভোটগ্রহণ। তার মধ্যে ৬নং ওয়ার্ডের ভোটগ্রহণ স্থাগিত করে নির্বাচন পরিচালনা কমিটি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com