প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৯:৪৬ পিএম

যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার মধ্য ও গভীর রাতে পৌর সদরসহ বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন।
ধারাবাহিক এই কম্বল বিতরণের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলায় এসব কম্বল বিতরণ করা হয়েছে।
এসময় উপজেলার মল্লিকপুর গুচ্ছগ্রাম হিন্দুপাড়া, ঋষিপাড়া, মাগুরা ইউনিয়নের ডহর মাগুরা, মিশ্রি দেয়ারা, পানিসারা ইউনিয়নের মহীনিকাটি, ভেজিয়াতলা, রঘুনাথনগর, পৌরসদরের মোবারকপুর, পায়রাডাঙ্গা,কুঠিপাড়া, রেল স্টেশন এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে শীতার্ত অসহায় মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে নির্বাহী অফিসার ভুপালী সরকারের সাথে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলীমশিউর রহমান জোয়ারদার, উপজেলা আইসিটি অফিসার ও নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মইনুল ইসলাম প্রমুখ।