প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৯:৩৩ পিএম

নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার বক্তাবলী এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযান চালিয়ে ১২টি ইটভাটা থেকে ২৮,৫০,০০০ টাকা জরিমানা আদায় করেছে।
গতকাল বৃহস্পতিবার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত টিম।
অভিযানে ১২টি ইটভাটা থেকে ২৮,৫০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
তাছাড়া অভিযানে এক্সকাভেটরের সাহায্যে মেসার্স নজরুল ব্রিকসের কিলন আংশিক ভেঙে ফেলা হয় এবং ভাটাটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।