প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৪:০১ পিএম

পটুয়াখালীর মির্জাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মিন্টু সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার মিন্টু বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পূর্ব মহেশপুর গ্রামের বজলু সিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের আবদুস সাত্তার মিস্ত্রির বাসতবাড়িতে ডাকাতি করতে গিয়ে ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার পথে গোলখালী বাজার সংলগ্ন রাস্তা থেকে সন্দেহভাজনভাবে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
পরে জিজ্ঞেসাবাদ করলে তিনি ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করে। এ ঘটনায় আবদুস সাত্তার মিস্ত্রি মির্জাগঞ্জ থানায় গ্রেফতারকৃতসহ মোট পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. শামীম হাওলাদার আরও জানান, গ্রেফতারকৃতর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল।