শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: এন্ডোসকপির পর খালেদা জিয়ার রক্তক্ষরণ বন্ধ, শাশুড়িকে দেখে মায়ের বাসায় জোবাইদা   আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ: জামায়াত আমির   খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির   খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স    বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
মোংলায় নানা আয়োজনে ‘সেন্ট পলস্ ডে’ উদযাপিত
মোংলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ১১:৫৫ পিএম

বাগেরহাটের মোংলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট পলস্ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের "সেন্ট পলস ডে-২০২৫" অনুষ্ঠান উদযাপিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট পলস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী প্রাক্তনসহ সকল ছাত্র/ছাত্রী ও অভিভাবকদের সমাগম দেখা যায়। সারাদিনই সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরে পায় বিদ্যালয়ের ক্যাম্পাস। হৈ চৈ, নাচ গান ও ছাত্রদের মিলনে মুখরিত ছিল বিদ্যালয় প্রাঙ্গণ। খোলামেলা পরিবেশে ক্যাম্পাসটি সেজেছিল নতুনের বার্তা নিয়ে। 

এছাড়াও প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় মুখরিত সেন্ট পলস উচ্চ বিদ্যালয় মাঠ। একে অপরের সঙ্গে গল্প ও কুশল বিনিময়ে সময় কাটাচ্ছেন সাবেক শিক্ষার্থীরা। দীর্ঘদিন পরে দেখা হওয়ায় সহপাঠিদের জড়িয়ে ধরে কান্নাও করছেন অনেকে। সব মিলিয়ে এক আবেগাপ্লুতে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  সমাজ সেবিকা, সেন্ট পলস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ও মোংলা  দিগরাজ কলেজের এডহক কমিটির সভাপতি শামিমা আক্তার লাইজু।

লাইজু বলেন, এই মহামিলন মেলায় এসে আমি অত্যন্ত গর্ববোধ করছি। এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করে স্কুলের সুনাম বয়ে এনেছেন। আমি এই স্কুলেরই একজন ছাত্রী ছিলাম। শৈশব-কৈশোরের স্বপ্ন ভূমি এই বিদ্যাপীঠে আজ নবীণ-প্রবীণদের মহামিলনে যে আনন্দধারা বইছে তা ভাষায় প্রকাশের নয়, তা শুধু অনুভবের, উপলব্ধির। 

তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সাংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সাংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।

সেন্ট পলস স্কুলে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠিত হয়েছে বার্ষীক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন, সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহাকারি প্রধান শিক্ষক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম শেখসহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্র-ছাত্রীরা উপস্থিতি ছিলেন। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com