শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২

শিরোনাম: আবু সাঈদের গ্রামের বাড়িতে তারেক রহমান   তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী মনে করেন ৪৭ শতাংশ মানুষ   মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত   পিরোজপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান    সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল: মিশা সওদাগর   ইরানের কাছাকাছি মার্কিন যুদ্ধবহর, যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান   শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন অপু বিশ্বাস   
সৌদি যুবরাজকে ধন্যবাদ জানালেন ইমরান খান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ১০:৪২ পিএম

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। বুধবার (২২ জানুয়ারি) ইমরান খান সৌদি যুবরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে আটক হাজার হাজার পাকিস্তানি নাগরিককে মুক্তি দেওয়ায় ইমরান খান সালমানকে ধন্যবাদ জানিয়েছেন। 

ইমরান খানের বরাত দিয়ে তার কৌঁসুলি এই তথ্য জানিয়েছেন। ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি আছেন। 

এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, ২০১৯-২০২৪ সালে সৌদি মোটে সাত হাজার ২০৮ জন পাকিস্তানি বন্দিকে ছেড়ে দিয়েছে। 

জিও নিউজ বলছে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে আসেন সৌদি যুবরাজ। সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। তখনই পাকিস্তানি বন্দিদের মুক্তির বিষয়ে সালমানকে অনুরোধ করেছিলেন ইমরান খান। সেইসময় পাকিস্তান সফরের পর সৌদি যুবরাজের নির্দেশে বহু সংখ্যক পাকিস্তানি বন্দিকে মুক্তি দেওয়া হয়।   

ইসহাক দার জানিয়েছেন ২০১৯ সালে সৌদির জেল থেকে ৫৪৫ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়। এ ছাড়া পরবর্তী সময়ে ২০২০ সালে ৮৯২ জন, ২০২১ সালে ৯১৬ জন, ২০২২ সালে এক হাজার ৩৩১ জন, ২০২৩ সালে এক হাজার ৩৯৪ জন এবং ২০২৪ সালে দুই হাজার ১৩০ জনকে মুক্তি দেওয়া হয়েছে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com