শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: এন্ডোসকপির পর খালেদা জিয়ার রক্তক্ষরণ বন্ধ, শাশুড়িকে দেখে মায়ের বাসায় জোবাইদা   আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ: জামায়াত আমির   খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির   খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স    বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিএনপি নেতার স্ত্রীকে স্কুল কমিটির সভাপতি করতে দলীয় প্যাডে ৫ নেতার স্বাক্ষর
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ১০:৩৬ পিএম

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপির এক নেতার স্ত্রীকে বিদ্যালয়ের সভাপতি করতে দলীয় প্যাড ব্যবহার করে প্রধান শিক্ষককে চিঠি দিয়েছেন দলের পাঁচ নেতা। 

এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পরলে মুহূর্তেই তা ভাইরাল হয়। শুরু হয় সমালোচনার ঝড়।
বুধবার (২২ জানুয়ারি) কাকরাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এই চিঠি দেওয়া হয়। চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান। তিনি জানান, স্বাক্ষরকৃতদের মধ্যে তিন জন এসে চিঠি দিয়ে গেছে। আমি রেখে দিয়েছি। 

চিঠিতে স্বাক্ষরকারী বিএনপি'র পাঁচ নেতা হলেন- কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুল লতিফ মৃধা, সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন জিয়া।

স্থানীয় একাধিক বিএনপি নেতার অভিযোগ, দলীয় প্যাড ব্যবহার করে এ ধরনের কোন কর্মকাণ্ড পরিচালনা করার এখতিয়ার কারো ণেই। ইউনিয়ন বিএনপি'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের স্ত্রী তামান্না রহমান তমা সহ আরো দুজনের নাম উল্লেখ করে প্রধান শিক্ষককে যে চিঠি দেওয়া হয়েছে এটা প্রকৃতপক্ষে দলের নাম ভাঙিয়ে  অথবা দলের ক্ষমতার অপব্যবহারেরই অংশ। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৫ নং কাঁকড়াবুনিয়া ইউনিয়ন শাখার দলীয় প্যাডের ওই চিঠিতে উল্লেখ করা হয়, আমরা নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তিগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ৫নং কাকড়াবনিয়া ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকগণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল এর নোটিশ এর মাধ্যমে জানিতে পারিলাম যে, কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করা হইবে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের স্বার্থে এডহক কমিটির সভাপতি নির্বাচনের জন্য সম্মানিত ০৩ (তিন) জন প্রার্থীর নাম নিম্নে উল্লেখ করা হইল।

এব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত কড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ মৃধা দলীয় প্যাডে চিঠি দেয়ার বিষয়টি স্বীকার করে বলেন, 'স্কুলে এডহক কমিটি করা হবে। আমরা যাকে বলবো তাকেই কমিটিতে নিতে হবে।এজন্য আমরা গিয়ে লিখিত দিয়ে আসছি'।

ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, 'সম্মানের সাথে প্রধান শিক্ষককে চিঠি দেয়া হয়েছে। চিঠির মাধ্যমে তাকে অনুরোধ করা হয়েছে। এখানে থ্রেড দিয়েছে এমন কিছু নয়। দলীয় প্যাডে এটা দেয়া যায় কিনা আমি জানিনা।'

উপজেলা বিএনপি'র সভাপতি শাহাবুদ্দিন নান্নু জানান, 'দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ দলের প্যাড ব্যবহার করতে পারেনা। আর আমরা দলীয়ভাবে এধরণের সিদ্ধান্ত দেইনি। তাদের যদি কোন সুপারিশ থাকে সেটা মৌখিকভাবে করতে পারতো। যাইহোক বিষয়টি আমার জানাও নেই। খোঁজ নিয়ে দেখবো কি হয়েছে। '



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com