প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭:১০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংবাদ সম্মেলন অনু্ষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে ভুক্তভোগী পরিবারের ব্যানারে শিবগঞ্জ বাজারে এই সংবাদ সম্মেলন অনু্ষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, গত ১৯ জানুয়ারি সামাজিক মাধ্যম রাজশাহী বার্তায় শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর-বাবলাবোনা গ্রামের জমি হাতিয়ে নেয়ার চেষ্টার বিষয়ে একটি সংবাদ প্রচারিত হয়। কিন্তু সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃত পক্ষে কায়েমা খাতুন নিঃসন্তান এবং তার ৯ শতাংশ সম্পত্তি ওয়ারিশসূত্রে বণ্টননামা দলিলের মাধ্যমে চার ভাইকে দান করেন। বণ্টননামা দলিল আবদুল মতিনের নেতৃত্বে সম্পন্ন হয়।
তিনি আরো বলেন, নিঃসন্তান হিসেবে কায়েমা খাতুনকে সংশ্লিষ্ট বিনোদপুর ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যয়নপত্র ও ওয়ারিশ সনদ প্রদান করা হয়।
বর্তমানে জমির বিষয়ে এলাকার আবদুল মতিন বকুল, মঈনুদ্দিন বিশ্বাস ও তার পরিবারের সদস্যরা নানান ধরনের হুমকি, হয়রানি ও মানহানিকর কর্মকাণ্ড চালিয়ে আসছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
তবে আবদুল মতিন বকুল ও মঈনুদ্দিন বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলেও তাদের মন্তব্য মেলেনি। সংবাদ সম্মেলনে সাইফুল ইসলামের ভাই আবুল কালাম ও শরিফুল ইসলামসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।