শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: ঝিনাইদহে অবৈধ পলিথিনসহ পিকআপ জব্দ।   এন্ডোসকপির পর খালেদা জিয়ার রক্তক্ষরণ বন্ধ, শাশুড়িকে দেখে মায়ের বাসায় জোবাইদা   আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ: জামায়াত আমির   খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির   খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স    বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ডাকসু
উপাচার্য নয়, সভাপতি হিসেবে শিক্ষার্থীদের চায় ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ১০:০৫ AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সভাপতি পদে সরাসরি শিক্ষার্থীদের রাখার প্রস্তাব দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

একই সঙ্গে কেন্দ্রীয় ছাত্র সংসদ সংস্কারে ১৮টি এবং হল সংসদ পর্যায়ে ৯টি প্রস্তাব দিয়েছে বিএনপির ছাত্র সংগঠনটি।

বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মাঠে সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

এসময় ডাকসু নির্বাচন গ্রহণযোগ্য ও নির্বিঘ্ন করতে পাঁচটি পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরেন সংগঠনটির নেতারা।

এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও সিনেটে নির্বাচিত প্রতিনিধিদের রাখার বিধান অন্তর্ভুক্ত, ডাকসু নির্বাচন দেওয়ার ৬০ দিন আগে বিদ্যমান সিন্ডিকেট প্রতিস্থাপন করে নিরপেক্ষ সদস্য সম্বলিত একটি ‘অন্তর্বর্তীকালীন সিন্ডিকেট’ তৈরি এবং ভোটকেন্দ্র হল থেকে সরিয়ে একাডেমিক ভবনে করার প্রস্তাব রয়েছে।

বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী, পদাধিকার বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাকসুর সভাপতি হিসেবে মনোনীত হন। তবে এ নিয়ম বদলে এ পদে সরাসরি শিক্ষার্থীদের নির্বাচিত করার প্রস্তাব ছাত্রদলের।

তারা বলছে, বিশ্বের বড় বড় বিশ্বিদ্যালয়গুলোতে এ পদে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকেন শিক্ষার্থীরা।

পাশাপাশি নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতে নির্বাহী কমিটির সহ সভাপতি ও সাধারণ সম্পাদকের দুইটি পদ তৈরি করে একটি ছাত্র ও একটি ছাত্রীদের জন্য বরাদ্দের প্রস্তাবও দিয়েছে সংগঠনটি।

একইসঙ্গে বর্তমানে কোষাধ্যক্ষ পদে উপাচার্য ক্ষমতাবলে একজনকে নিয়োগ দেন। এ পদেও শিক্ষার্থীদের নির্বাচিত হওয়ার সুযোগ চায় ছাত্রদল।

নির্বাহী কমিটিতে নতুন পাঁচটি সম্পাদক পদ তৈরির প্রস্তাবও দিয়েছে সংগঠনটি। সেগুলো হল- ‘মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক’, ‘স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক’, ‘জেন্ডার সমতা ও অন্তর্ভুক্তি বিষয়ক সম্পাদক’, ‘গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক’ এবং ‘কর্মসংস্থান ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক সম্পাদক’ পদ।

‘স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক’ পদের নাম পরিবর্তন করে ‘মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও ‘২৪ এর গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক’ পদে রূপান্তরের প্রস্তাব দিয়েছে ছাত্রদল।

বর্তমান ডাকসুর সাহিত্য সম্পাদক ও সংস্কৃতি সম্পাদক পদকে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে একীভূত করার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া নির্বাহী কমিটির সদস্যপদ ১৩টি থেকে ১৫টি করে মোট ৩৩টি পদ তৈরির প্রস্তাব রেখেছে তারা।

বিশ্ববিদ্যালয়ের সব সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত এবং কার্যনির্বাহী কমিটির নিয়মিত নির্বাচন নিশ্চিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৭৩-এ যথাযথ সংশোধন আনা একান্ত জরুরি বলে মনে করছে ছাত্রদল।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com