শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২

শিরোনাম: মিরপুর ইংলিশ ভার্সন স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত   পিরোজপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান    সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল: মিশা সওদাগর   ইরানের কাছাকাছি মার্কিন যুদ্ধবহর, যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান   শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন অপু বিশ্বাস   সালাউদ্দিন আলমগীর নির্বাচিত হলে বাসাইল-সখিপুরের মানুষ নিরাপদ থাকবে: বঙ্গবীর কাদের সিদ্দিকী   বেকার ভাতা দিয়ে যুবসমাজকে অপমান করতে চাই না: জামায়াত আমির   
সারা বছরে পারেননি বাইডেন, এক বৈঠকেই সেটি করেছেন ট্রাম্পের দূত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১১:৩৯ পিএম

গাজায় যুদ্ধবিরতি চুক্তি করতে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সারা বছরে যে অগ্রগতি করতে পারেননি, সেটি এক বৈঠকেই করে দেখিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত। আরব কর্মকর্তারা এমনটাই মনে করেন বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের আসন্ন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফে সঙ্গে 'উত্তেজনাপূর্ণ' বৈঠকের ফলে সম্প্রতি যুদ্ধবিরতি আলোচনায় সাফল্য এসেছে। বৈঠকের দুই দিন পরে জিম্মি চুক্তিতে নীতিগতভাবে সম্মত হয় ইসরায়েল ও হামাস।

স্টিভ উইটকফ যুদ্ধবিরতি আলোচনার জন্য এক সপ্তাহ থেকে ধরে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন। তিনি ২০ জানুয়ারি ট্রাম্পের অভিষেকের আগেই চুক্তি সই করানোর চেষ্টা করছেন।

সপ্তাহের শুরুতে গত শনিবার জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক দুই আরব কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে বলেন, বৈঠকের সময় উইটকফ নেতানিয়াহুকে একটি চুক্তির জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সমঝোতা মেনে নেওয়ার আহ্বান জানান।

দুই কর্মকর্তা জানান, বৈঠকের দুই দিন পর সোমবার রাতে ইসরায়েল ও হামাসের মধ্যস্থতাকারী দল জানায়, তারা চুক্তির প্রস্তাব নীতিগতভাবে মেনে নিয়েছে। এরপর থেকে চুক্তির বাস্তবায়ন সংক্রান্ত খুঁটিনাটি চূড়ান্ত করতে কাজ করছে দুই পক্ষ।

এদিকে, নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্পের দূতের উপস্থিতিতে রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত ব্যাপক আলোচনায় 'সাফল্যের' পর চুক্তির চূড়ান্ত খসড়া বানায় কাতার।

ইসরায়েলের কান রেডিও এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, কাতারে ইসরায়েলি ও হামাস প্রতিনিধি উভয়ই একটি খসড়া পেয়েছে। প্রতিনিধি দল ইতিমধ্যে ইসরায়েলি নেতাদের ব্রিফও করেছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com