প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৭:১৪ পিএম

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়ায় ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে স্বাগতিক বাঁকড়াকে হারিয়ে খাটবাড়িয়া ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
আলীপুর যুব সংঘের উদ্যোগে বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার দিনভর নকআউট ভিত্তিক এই খেলা অনুষ্ঠিত হয়।
এদিন সকালে খেলার উদ্বোধন করেন শিক্ষানবিশ আইনজীবী ও আলীপুর যুব সংঘের উপদেষ্টা প্রিন্স সুমন। বিকালে ফাইনাল খেলায় বাঁকড়া ক্রিকেট দল ও শংকরপুর ইউনিয়নের খাটবাড়িয়া ক্রিকেট দল প্রতিদ্বন্দ্বিতা করেন। খেলায় প্রথমে ব্যাট করে খুটবাড়িয়া নির্ধারিত ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করে। জবাবে ৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৭রান সংগ্রহ করে। খেলায় ৮ উইকেট ও ১৩০ রান করে ম্যান অব দা ম্যাচ ও ম্যান অব দা সিরিজ নির্বাচিত হন খাটবাড়িয়া দলের মোহাম্মদ রনি।
খেলা শেষে চ্যাম্পিয়ন খাটবাড়িয়া দলের হাতে ১৫ হাজার ও রানারআপ বাঁকড়া দলের হাতে ১০ হাজার টাকা নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড. এম এ গফুর।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও হরিহরনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রাজ্জাক বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজ মল্লিক, যশোর পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক মো. শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, প্রবাসী ওহিদুল ইসলাম, নারী নেত্রী সাজমা সুলতানা, বিশিষ্ট ব্যবসায়ী হামিদুর রহমান, শাহিনুর রহমান ও হাদিউজ্জামান, আলীপুর যুব সংঘের সভাপতি এস এম হাফিজুর রহমান, সাধারন সম্পাদক তারিকুজ্জামান তারেক।
খেলায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন, জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন, মুকুল হোসেন ও আব্দুল্লাহ এনামুল। ধারাভাষ্যে ছিলেন, আবু রায়হান রাজ, মইনুদ্দিন বাবু ও সজিব হোসেন। নকআউট ভিত্তিক ক্রিকেট খেলায় অংশ গ্রহণকারী দলগুলো হলো, বাঁকড়া ক্রিকেট একাদশ, শিমুলিয়া ক্রিকেট একাদশ, মনি ক্রিকেট একাদশ, নাঈম ক্রিকেট একাদশ, খাটবাড়িয়া ক্রিকেট একাদশ, সাতমাইল ক্রিকেট একাদশ, নাভারন ক্রিকেট একাদশ ও স্ববাজ ক্রিকেট একাদশ।