প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১২:২৪ AM

খুলনার পাইকগাছায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছেন। এছাড়া একজন আহত হয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে প্রধান সড়কের পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা এলাকার আবুল শেখ এর ছেলে রুহুল আমিন (৩০) ও মালত গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (২৬)।
এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. হুসাইন (২২) আহত হয়েছেন। আহত হুসাইন কয়রার আমাদীর হরিনগর গ্রামের আব্দুস সালাম গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় একটি ইঞ্জিন ভ্যানকে অতিক্রম করার সময় দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটির চালক ও আরোহীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এর মধ্যে রুহুল আমিন ও ফিরোজকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেলে স্থানান্তর করার হয়। রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
পাইকগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাবজেল হোসেন বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে যাওয়ার পথে তারা মারা যান।