খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দীর্ঘ চার বছর পর স্বতন্ত্রভাবে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বি.আর্ক কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কুয়েটসহ মোট ১১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে শতকরা উপস্থিতির হার ৯২ দশমিক ৩৯ শতাংশ ছিল।
এবারের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৬৫ টি আসনের বিপরীতে ২৪ হাজার ৫২৭ জন আবেদনকারীর মধ্যে ২২ হাজার ৬৬১ জন অংশগ্রহণ করেছে। শতকরা উপস্থিতির হার ৯২ দশমিক ৩৯ শতাংশ। ৩টি অনুষদের অধীন ১৬টি বিভাগের প্রতিটি আসনের বিপরীতে গড়ে পরীক্ষা দিয়েছেন প্রায় ২১ জন।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রেভারেন্ড পল্স হাইস্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, সরকারি এম এম সিটি কলেজ, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা চলাকালীন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
এ সময় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামসহ ভর্তি পরীক্ষা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উপাচার্য সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।