প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ১০:২৬ পিএম
শ্রীলঙ্কার কলম্বোতে আগামী ১১-২৪ জানুয়ারি ‘আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভলপমেন্ট চ্যাম্পিয়নশিপ্স ২০২৫’ ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় স্বাগতিক শ্রীলংকাসহ বাংলাদেশ, ভুটান, ব্রুনাই, কম্বোডিয়া, লাওস, ম্যাকাও, মঙ্গেলিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইনস, সিঙ্গাপুর ও তিমুর লেস্তে থেকে অনূর্ধ্ব-১৪ বছরের বালক/বালিকারা অংশগ্রহণ করবে।
বাংলাদেশ বালক দলে রয়েছে বিকেএসপির কাব্য গায়েন ও জাতীয় টেনিস কমপ্লেক্সের আকাশ হোসেন। বালিকা বিভাগে হুমায়রা হায়দার জারা ও জান্নাত হাওলাদার। হুমায়রা টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক হায়দারের মেয়ে। তিনি সাধারণ সম্পাদক থাকাবস্থায় তার মেয়ের দলে অর্ন্তভুক্তিতে স্বজনপ্রীতির প্রশ্ন উঠেছিল। বর্তমান অ্যাডহক কমিটি ঘোষিত দলেও হুমায়রা যোগ্যতা বলেই জায়গা করে নিয়েছে। শ্রীলঙ্কার এই সফরে অধিনায়কের দায়িত্বে থাকছেন লেভেল-১ সনদপ্রাপ্ত কোচ রাজনিতা চৌধুরী।
বাংলাদেশ দল আগামীকাল কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। ১৩-১৭ জানুয়ারি প্রথম প্রতিযোগিতা এবং একই ভেন্যুতে ১৯-২৩ জানুয়ারি দ্বিতীয় প্রতিযোগিতায় অংশ্রগহণ করবে তারা। প্রতিযোগিতা শেষে ২৪ জানুয়রি দেশে প্রত্যাবর্তন করবে।