প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৯:১৬ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা- ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা প্রদান ও বিশাল এক শোডাউন করেছেন নির্বাচনি এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ।
আজ বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় হোমনা উপজেলার হেলিপ্যাড মাঠে হোমনা উপজেলা বিএনপির সভাপতি হাজী মহিউদ্দিনের সভাপতিত্বে এই গণসংবর্ধনা প্রদান করেন।
নির্ধারিত সময়ের আগেই হোমনা ও তিতাস উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে সংবর্ধনা স্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে এবং সেলিম ভূইয়ার নামে স্লোগানে স্লোগানে মূখরিত হয়ে উঠে আশপাশের এলাকা।
সংবর্ধনা অনুষ্ঠানে আসা দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের উৎসাহ ও উদ্দীপনায় প্রাকাশ পেয়েছে দলীয় মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে উম্মূখ হয়ে আছেন তারা।
বিএনপির মনোনীত প্রার্থী সেলিম ভূইয়া প্রধান অতিথির বক্তব্য উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে আজ থেকে নির্বাচনি এলাকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের সালাম এবং ধানের শীষের বার্তা পৌছে দিবেন।এছড়া জনগণের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে তুলন। তিনি আরও বলেন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন কারো কথায় কোনো প্রকার মন খারাপ করবেননা,আমার বাড়ি হোমনায় এবং আমি হোমনার ভোটার।
সেলিম ভূইয়া বলেন,যারা এখনও এদিক সেদিক আছেন আর দেরি না করে ধানের শীষের পতাকা তলে চলে আসেন,আমরা সকলে একই দলের লোক,আমরা সবাই ভাই ভাই। আমি জানি আপনারা বিএনপি করার কারনে ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক অনেক হামলা মামলার শিকার হয়েছেন এবং অনেক ত্যাগ শিকার করেছেন, এখন সময় এসেছে দূরে না থেকে কাছে আসুন কাঁধে কাধ মিলিয়ে ধানের শীষকে বিজয়ী করি।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার,সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি,তিতাস উপজেলা বিএনপি সভাপতি ওসমান গনি ভূইয়া,হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া ও হোমন পৌর বিএনপির সভাপতি ছানা উল্লাহ প্রমূখ।
অপরদিকে বিএনপির মনোনয়ন বঞ্চিতরা একাট্টা হয়ে প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন এবং প্রার্থী পরিবর্তন না করলে তাদের মধ্য থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করারও ঘোষণা দিয়েছেন ইঞ্জিনিয়ার এম এ মতিন খান।