সোমবার ২০ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১

শিরোনাম: এসকে সুরের ধানমন্ডির বাসায় সাড়ে ৫ ঘণ্টার অভিযান, যা যা মিলল   পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন   সাউথ সুদানের ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলর ড. জাহিদ আহমেদ চৌধুরী   দেড় মাসের আন্দোলনে হাসিনাকে হটিয়েছে যারা ভাবে তারা বোকার স্বর্গে আছেন   শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা   জাতীয় কবির নাতি বাবুল কাজী মারা গেছেন   এমবিবিএস ভর্তির ফল প্রকাশ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
তীব্র শীতে পঙ্গু হাসপাতালের বারান্দায় চিকিৎসা, দুর্ভোগ চরমে
জিয়াউল ইসলাম জিসান
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৩:৩৩ পিএম আপডেট: ০৯.০১.২০২৫ ৩:৩৬ PM

তীব্র শীত উপেক্ষা করেও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) বা পঙ্গু হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিচ্ছেন শত শত রোগী। রোগীর চাপ ও বেডের সংকটের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসা পেলেও বারান্দায় শীতের কষ্টে দিন কাটাতে হচ্ছে। 

ফরিদপুর থেকে আসা রাসেল ভোরের পাতাকে বলেন, ‘ডাক্তার চিকিৎসা দিচ্ছেন, তবে ভাঙা পা নিয়ে শীতে বারান্দায় থাকতে খুব কষ্ট হচ্ছে।’

একই অবস্থা রাজশাহীর আব্দুর রহমান এবং নোয়াখালীর নাদীমের। তাদের মতো আরও অনেক রোগী অভিযোগ করেছেন বেডের অভাবে বারান্দায় চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন।

এদিকে, অনেক রোগী অভিযোগ করেন, টাকার বিনিময়ে বেড পাওয়া যায়। যারা টাকা দিতে পারেন না, তাদের দিনের পর দিন অপেক্ষা করতে হয়। এছাড়া দালাল চক্রের মাধ্যমে প্রাইভেট হাসপাতালে যাওয়ার জন্য চাপ দেওয়ার কথাও জানিয়েছেন কয়েকজন রোগী।

হাসপাতালের পরিচালক ডা. আব্দুল কেনান ভোরের পাতাকে বলেন, ‘হাসপাতালে বেডের সংকট রয়েছে। রোগীর চাপ বেশি থাকায় বারান্দায় থাকতে হয়। তবে টাকা দিয়ে বেড পাওয়ার বিষয়টি সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।’

ডা. আব্দুল কেনান আরও বলেন, অপারেশন থিয়েটারের স্বল্পতাও বড় চ্যালেঞ্জ। প্রতিদিন ২০০-২৫০ রোগী ভর্তি হলেও অপারেশন থিয়েটার মাত্র ৩৬টি। এতে অনেকের অপারেশন সময়মতো সম্ভব হচ্ছে না।

হাসপাতালের পরিচালক পিএস জয়নউদ্দীন ভোরের পাতাকে জানান, ‘রোগীর অধিকাংশই সড়ক দুর্ঘটনায় আহত। সড়ক দুর্ঘটনা কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।’

বারান্দায় কনকনে শীত, বেডের সংকট এবং দালাল চক্রের ভোগান্তি নিয়ে রোগীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সমস্যার দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com