প্রকাশ: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৮:১১ AM

ভ্রমণ ও অবকাশ খাতের তালিকাভুক্ত কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগং পিএলসির বিনিয়োগকারীরা কোম্পানিটির নতুন চেয়ারম্যান হিসেবে মোস্তফা তাহির আরশাদ ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মাহবুব উর রহমানের নিয়োগ অনুমোদন করেছেন।
ভ্রমণ ও অবকাশ খাতের তালিকাভুক্ত কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগং পিএলসির বিনিয়োগকারীরা কোম্পানিটির নতুন চেয়ারম্যান হিসেবে মোস্তফা তাহির আরশাদ ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মাহবুব উর রহমানের নিয়োগ অনুমোদন করেছেন।
গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ নিয়োগ অনুমোদন করা হয়েছে। গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে পেনিনসুলা চিটাগংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৫৩ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে পেনিনসুলা চিটাগংয়ের পর্ষদ বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৪ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭ টাকা ৮৪ পয়সায়।
২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত পেনিনসুলা চিটাগংয়ের অনুমোদিত মূলধন ৩০০ কোটি ও পরিশোধিত মূলধন ১১৮ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১০৬ কোটি ৬৩ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ৮০০। এর মধ্যে ৫৪ দশমিক ২৯ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে।
এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭ দশমিক ৮৭, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ৯ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৩৭ দশমিক ৭৫ শতাংশ শেয়ার রয়েছে। ডিএসইতে গতকাল পেনিনসুলা চিটাগংয়ের শেয়ার সর্বশেষ ১০ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।