প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৭:৩০ AM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া নিয়ে সিনিয়র সাংবাদিক এম এ আজিজ বলেছেন, এই ছাত্ররা যদি পার্টি ঘোষণা করে, তাহলে ঢাকার বাইরেও যেতে পারবে না। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের আলোচনায় তিনি এসব বলেন।
তিনি বলেন, ঢাকার কয়েকটি হল ছাড়া আর ছাত্র কোথায়? বৈষম্যবিরোধী আন্দোলন শেষ, সেইদিনও শেষ। এখন আর সবাই রাস্তায় নামবে না।
এমএ আজিজ বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের সংবিধানকে কবর দেওয়ার মত বক্তব্য রাজনীতিতে হঠকারিতার প্রমাণ। তিনি সতর্ক করেন, এই ধরনের হঠকারী বক্তব্য তাদের আরও ক্ষতির দিকে নিয়ে যাবে। এদের পেছনে দুদকও নামতে পারে, কারণ অনেকেই বিলাসবহুল জীবনযাপন করছে। রূপায়ন টাওয়ারে বিশাল ফ্লোর নিয়ে অফিস করেছে।
তিনি অতীতের উদাহরণ টেনে বলেন, জাসদ ছিল প্রশিক্ষিত মুক্তিযোদ্ধা যুবকদের একটি প্রশিক্ষিত সংগঠন। কিন্তু হঠকারিতার কারণে তাদের দল টিকে থাকেনি। বৈষম্যবিরোধী আন্দোলন একসময় ছিল সবার আন্দোলন।
তিনি জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন। তিনি উল্লেখ করেন, জামায়াত ভেবেছিল তারা ক্ষমতায় যাবে। কিন্তু তাদের ভোট সবসময় ফিক্সড ছিল। ১৯৯৬ সালে আলাদা নির্বাচন করে মাত্র ৩টি আসন পেয়েছিল, আর বিএনপির সঙ্গে জোট করে ১৮টি আসন পেয়েছিল। এই পরিস্থিতি আগামী নির্বাচনে কোনো বড় পরিবর্তন আনবে না।
তিনি আরও উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্রদের সাম্প্রতিক সমাবেশে এবি পার্টি ও জামায়াতের সমর্থন ছিল, যা ভবিষ্যতে রাজনীতিতে মেরুকরণের ইঙ্গিত দেয়। তবে এটি বৈষম্যবিরোধী ছাত্রদের জন্য ক্ষতিকর হতে পারে বলে তিনি মন্তব্য করেন।