সোমবার ২০ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১

শিরোনাম: এসকে সুরের ধানমন্ডির বাসায় সাড়ে ৫ ঘণ্টার অভিযান, যা যা মিলল   পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন   সাউথ সুদানের ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলর ড. জাহিদ আহমেদ চৌধুরী   দেড় মাসের আন্দোলনে হাসিনাকে হটিয়েছে যারা ভাবে তারা বোকার স্বর্গে আছেন   শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা   জাতীয় কবির নাতি বাবুল কাজী মারা গেছেন   এমবিবিএস ভর্তির ফল প্রকাশ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ছাত্ররা পার্টি ঘোষণা করলে ঢাকার বাইরেও যেতে পারবে না: এমএ আজিজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৭:৩০ AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া নিয়ে সিনিয়র সাংবাদিক এম এ আজিজ বলেছেন, এই ছাত্ররা যদি পার্টি ঘোষণা করে, তাহলে ঢাকার বাইরেও যেতে পারবে না। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের আলোচনায় তিনি এসব বলেন।

তিনি বলেন, ঢাকার কয়েকটি হল ছাড়া আর ছাত্র কোথায়? বৈষম্যবিরোধী আন্দোলন শেষ, সেইদিনও শেষ। এখন আর সবাই রাস্তায় নামবে না।

এমএ আজিজ বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের সংবিধানকে কবর দেওয়ার মত বক্তব্য রাজনীতিতে হঠকারিতার প্রমাণ। তিনি সতর্ক করেন, এই ধরনের হঠকারী বক্তব্য তাদের আরও ক্ষতির দিকে নিয়ে যাবে। এদের পেছনে দুদকও নামতে পারে, কারণ অনেকেই বিলাসবহুল জীবনযাপন করছে। রূপায়ন টাওয়ারে বিশাল ফ্লোর নিয়ে অফিস করেছে।

তিনি অতীতের উদাহরণ টেনে বলেন, জাসদ ছিল প্রশিক্ষিত মুক্তিযোদ্ধা যুবকদের একটি প্রশিক্ষিত সংগঠন। কিন্তু হঠকারিতার কারণে তাদের দল টিকে থাকেনি। বৈষম্যবিরোধী আন্দোলন একসময় ছিল সবার আন্দোলন।

তিনি জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন। তিনি উল্লেখ করেন, জামায়াত ভেবেছিল তারা ক্ষমতায় যাবে। কিন্তু তাদের ভোট সবসময় ফিক্সড ছিল। ১৯৯৬ সালে আলাদা নির্বাচন করে মাত্র ৩টি আসন পেয়েছিল, আর বিএনপির সঙ্গে জোট করে ১৮টি আসন পেয়েছিল। এই পরিস্থিতি আগামী নির্বাচনে কোনো বড় পরিবর্তন আনবে না।

তিনি আরও উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্রদের সাম্প্রতিক সমাবেশে এবি পার্টি ও জামায়াতের সমর্থন ছিল, যা ভবিষ্যতে রাজনীতিতে মেরুকরণের ইঙ্গিত দেয়। তবে এটি বৈষম্যবিরোধী ছাত্রদের জন্য ক্ষতিকর হতে পারে বলে তিনি মন্তব্য করেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com