
ম্যাচের শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর নিয়মিত বিরতিতে হারিয়েছে উইকেট। মাঝে মেহেদী হাসান মিরাজ জাকের আলির ছোট্ট ক্যামিওর সঙ্গে শামিম পাটোয়ারী ঝড়ো ব্যাটিংয়ে মাঝারি পুঁজি পেল বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৩০ রানের টার্গেট দিয়েছে টাইগাররা।
বুধবার (১৮ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পাওয়েল।
ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১১ রানের মধ্যে জোড়া উইকেট হারায় তারা। ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছেন লিটন দাস। প্রথম ম্যাচে ডাক মারার পর দ্বিতীয় ম্যাচে ১০ বলে ৩ রান করে ফিরেছেন তিনি।
সুবিধা করতে পারেননি তানজিদ হাসান তামিমও। ৪ বলে ২ রান করে আউট হন তিনি। এরপর মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন সৌম্য সরকার। রানের গতি বাড়ানোর চেষ্টা করেন মিরাজ।
তবে হঠাৎ রান আউটের শিকার হন সৌম্য। ১৮ বলে ১১ রান করে সাজঘরে ফিরে যান তিনি। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। মিরাজ ২৫ বলে ২৬ ও রিশাদ হোসেন ৪ বলে ৫ রান করে আউট হন।
শেখ মেহেদীকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন জাকের আলি। তবে ব্যর্থ হন তারা। মেহেদী ১১ বলে ১১ ও জাকের ২০ বলে ২১ রান করে আউট হন। এরপর তানজিম হাসান সাকিবকে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন শামিম পাটোয়ারী।
শেষ দিকে শামিমের আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। শামিম ১৭ বলে ৩৫ ও তানজিম সাকিব ১১ বলে ৯ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), শামীম হোসেন, তানজিদ হাসান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
রভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্র্যান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান, আন্দ্রে ফ্লেচার, রোস্টন চেইস, রোমারিও শেফার্ড, গুডাকেশ মোটি, আলজারি জোসেফ, আকিল হোসেন, ওবেড ম্যাককয়।