প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৬:৫০ পিএম
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে গ্রুপপর্বে প্রথম দুই ম্যাচে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে অবশ্য হার মিলেছে।
বুধবার গ্রুপপর্বের সব খেলা শেষ হয়েছে। আসরের ‘বি’ গ্রুপে রানার্সআপ হয়ে প্রথম সেমিতে বাংলাদেশ প্রতিপক্ষ পেয়েছে পাকিস্তানকে।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার গড়াবে আসরের প্রথম সেমিফাইনাল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। আসরে তিন ম্যাচের দুটিতে জিতে গ্রুপ রানার্সআপ বাংলাদেশের চোখ শিরোপায়।
আট দলের আসরে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ প্রথম ম্যাচ খেলেছিল আফগানিস্তানের বিপক্ষে। ৪৫ রানে আফগানদের হারিয়ে প্রথম জয় তুলেছিল আজিজুল হাকিম তামিমের দল। দ্বিতীয় ম্যাচে নেপালকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সেমি নিশ্চিত করে জুনিয়র টাইগাররা। শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭ রানে হেরে যায় দলটি।
পাকিস্তানের সাথে মুখোমুখি দেখায় পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে নেই। শেষ পাঁচ ম্যাচের চারটিতে হেরেছে বয়সভিত্তিক দলটি। বিপরীতে পাকিস্তানকে একটি ম্যাচে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।