প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৯:৪২ পিএম

আইপিএল মেগা নিলামের দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির আগেই একাদশ গড়া হয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স। দলটির মালিক আকাশ আম্বানি বলেছেন, শুধু একাদশই নয়, দলের ১২তম সদস্যও পেয়ে গেছেন তারা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্কোয়াড নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আম্বানি। তিনি বলেছেন, ‘নিলামে আপনাকে হতাশ হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তবে আমাদের ১২ সদস্যের দল তৈরি হয়ে গেছে। আর এতে আমরা অত্যন্ত খুশি।’
আইপিএল ইতিহাসের সফলতম দলের অন্যতম মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংসের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ পাঁচটি করে আইপিএল দলটির।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত যেসব খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স-
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, জশপ্রীত বুমরাহ, নমন ধীর, রবিন মিঞ্জ, কর্ন শর্মা, রোহিত শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, রায়ান রিকেলটন, দীপক চাহার, আল্লাহ গাজানফার।