শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বেলগ্রেডকে উড়িয়ে বার্সেলোনার টানা তৃতীয় জয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ২:০৮ পিএম

চ্যাম্পিয়ন্স লিগে রেড স্টার বেলগ্রেডের ওপর এবার ছড়ি ঘোরাল বার্সেলোনা। একের পর এক আক্রমণে করল গোল উৎসব। তুলে নিল টানা তৃতীয় জয়।

গতকাল বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেডকে ৫-২ গোলে হারিয়েছে বার্সেলোনা।
 
হান্সি ফ্লিকের অধীনে ছুটছে বার্সেলোনা। গত ম্যাচেই তার প্রমাণ দিয়ে যাচ্ছে ক্লাবটি। দলটির হয়ে জোড়া গোর করেন রবের্ত লেভানদোভস্কি। একটি করে গোল করেন ইনিগো মার্তিনেস, রাফিনিয়া ও ফের্মিন লোপেস। বেলগ্রেডের হয়ে দুটি গোল করেন সিলাস ও মিলসন।

ঘরের মাঠে অবশ্য শুরুতেই এগিয়ে যেতে পারত বেলগ্রেড। চতুর্থ মিনিটে বার্সার জালে বল পাঠায় তারা। কিন্তু ফ্লিকের অফসাইডের ফাঁদের কারণে সেটি বাতিল হয়। ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। রাফিনিয়ার ফ্রি কিক থেকে জাল খুঁজে নেন ইনিগো। ২৭তম মিনিটে সমতায় ফেরে বেলগ্রেড। সতীর্থের পাস ধরে বক্স থেকে লক্ষ্যভেদ করেন সিলাস।

কিন্তু এই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বেলগ্রেড। ৪৩তম মিনিটে বার্সাকে ফের এগিয়ে নেন লেভানদোভস্কি। রাফিনিয়ার বুলেট গতির শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল কাছ থেকে জালে পাঠান পোলিশ স্ট্রাইকার।

বিরতির পর আক্রমণ বাড়াতে থাকে বার্সা। সুফলও পায় তারা। ডান দিক থেকে আক্রমণে গিয়ে জুল কুন্দে খুঁজে নেন লেভানদোভস্কিকে। কাছ থেকে বল সহজেই জালে পাঠান পোলিশ এই স্ট্রাইকার। দুই মিনিট পর গোলের দেখা পান রাফিনিয়া। কুন্দের পাস ধরে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা।

৭৬তম মিনিটে স্কোরলাইন ৫-১ করে ফের্মিন লোপেস। এই গোলেও অ্যাসিস্ট করে জুল কুন্দে। ৮৪তম মিনিটে ব্যবধান কিছুটা কমান বেলগ্রেডের মিলসন। কিন্তু দলের হার ঠেকাতে পারেননি তিনি।

চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠেছে বার্সেলোনা। সব ম্যাচ হেরে ৩৬ দলের মধ্যে ৩৫ নম্বরে আছে বেলগ্রেড।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com