বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪ ২৮ কার্তিক ১৪৩১

শিরোনাম: আকস্মিকভাবে জাতীয় প্রেসক্লাবের অতিরিক্ত সাধারণ সভা আহ্বানে গভীর উদ্বেগ   নির্বাহী কমিটি করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, থাকবেন যারা   দেড় লাখ টাকায় মালয়েশিয়ায় ‘শ্রমিক পাঠানো সম্ভব’   জলবায়ু সংকট মোকাবিলায় নতুন অর্থনৈতিক কাঠামোর আহ্বান ড. ইউনূসের   কাকরাইল মসজিদ নিয়ে আগের সিদ্ধান্ত থেকে সরে এলেন জুবায়েরপন্থিরা   জনগণই বিচার করবে আমাদের কার্যক্রম: মাহফুজ আলম   পঞ্চদশ সংশোধনীর রুলে পক্ষভুক্ত হলেন সুপ্রিম কোর্টের ৪ আইনজীবী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
রংপুর রাইডার্সের নতুন প্রধান কোচ মিকি আর্থার
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৩:৩৩ পিএম | অনলাইন সংস্করণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর বসছে খুব শিগগিরই। চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটিকে ঘিরে ব্যাপক প্রস্তুতিতে মেতেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। শিরোপা জয়ের লক্ষ্যে কোমর বেঁধে নেমেছে সাতটি দলই। 

পিছিয়ে নেই ২০১৭ আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সও। তারকা খেলোয়াড় দলে ভেড়ানোর পাশাপাশি হাই প্রোফাইল কোচিং প্যানেল গড়ার দিকেও নজর দলটির। 

তারই ধারাবাহিকতায় এবার ফ্র্যাঞ্চাইজিটি প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী কোচ মিকি আর্থারকে।

৫৬ বছর বয়সী মিকি আর্থার আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব পালন করেন। দক্ষিণ আফ্রিকার এই কোচ রংপুর রাইডার্সের দায়িত্ব পালন শুরু করবেন নভেম্বর থেকেই। আগামী ২৬ নভেম্বর গায়ানায় শুরু হতে যাওয়া গ্লোবাল সুপার লিগ তার প্রথম অ্যাসাইনমেন্ট।

আর্থার সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা অরার প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বর্তমানে কাউন্টি দল ডার্বিশায়ারের ক্রিকেট পরিচালকের দায়িত্বও পালন করছেন তিনি। রংপুর এক বছরের চুক্তি করেছে এই প্রোটিয়া কোচের সঙ্গে। 

আর্থারের নিয়োগ প্রসঙ্গে রংপুরের পরিচালক শানিয়ান তানিম বলেন, ‘আমরা জিএসএল ও বিপিএলের জন্য মিকি আর্থারের সঙ্গে চুক্তি করেছি। এটা ১ বছরের চুক্তি। এই বছরে সে এই দুই টুর্নামেন্টে আমাদের দায়িত্বে থাকবে। সে আমাদের দলের জন্য অসাধারণ এক সংযোজন। স্থানীয় খেলোয়াড়েরা তার কোচিং পাওয়ার জন্য রোমাঞ্চিত।’

দ্বিতীয় বারের মতো বিপিএলে কোচ হিসেবে আসছেন আর্থার। এর আগে ২০১৫ সালে ঢাকা ডায়নামাইটসের কোচের দায়িত্ব পালন করেছিলেন এই প্রোটিয়া কোচ । তার অধীনে ঢাকা ছয় দলের টুর্নামেন্টে চতুর্থ হয়েছিল।

রংপুর রাইডার্সের স্কোয়াড

সরাসরি চুক্তিতে: মোহাম্মদ সাইফুদ্দিন, খুশদিল শাহ (পাকিস্তান), ইফতেখার আহমেদ (পাকিস্তান), আলেক্স হেলস (ইংল্যান্ড), মোহাম্মদ নবি (আফগানিস্তান)।

ধরে রাখা: নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসান।

ড্রাফট থেকে: নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার , রাকিবুল হাসান, আকিফ জাভেদ (পাকিস্তান), কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড), রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম রাব্বি, তওফিক খান তুষার।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]