প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ১২:২০ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু ২১ অক্টোবর থেকে। তার আগে প্র্যাকটিস সেশনে যোগ দিতে হবে সাকিব আল হাসানকে। ফলে দুই-একদিনের মধ্যেই ঢাকায় ফিরবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
আগামীকাল বৃহস্পতিবার কিংবা শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসে পৌঁছবেনে সাকিব। কড়া নিরাপত্তায় তিনি সরাসরি উঠবেন টিম হোটেলে।
এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছিলৈন, সাকিবের দেশে ফেরার কোনো বাধা নেই। আগামী ২১ অক্টোবর থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। সিরিজকে সামনে রেখে দলও প্রস্তুতি নিচ্ছে, সাকিবের উপস্থিতি নিশ্চিত হলে স্কোয়াড ঘোষণা করা হবে।
ভারত সিরিজ শেষ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন সাকিব, যেখানে তার টুর্নামেন্ট নিয়ে ব্যস্ততা ছিল। এরই মধ্যে ফেসবুকে তার একটি পোস্ট আলোড়ন তোলে, যেখানে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজের নীরব ভূমিকা নিয়ে দুঃখপ্রকাশ করেছিলেন। বিদায়ী টেস্টে অংশগ্রহণের বিষয়ে জানিয়ে ভক্তদের সমর্থন চেয়ে তিনি একটি পোস্ট দেন, যা থেকে অনেকেই ধারণা করছেন, তার দেশে ফেরার ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা হয়ে থাকতে পারে।
স্বৈরাচারি শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব। ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে।
এই অবস্থায় সাকিবের দেশে ফেরা নিয়ে তৈরি হয় সংশয়। ভারত সফর শেষ করে সরাসরি যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন তিনি।
তবে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায় থেকে আশ্বাস দেওয়া হয়েছে, সাকিবকে হয়রানি করা হবে না। জনরোষের মুখে পড়তে পারেন এমন শঙ্কা থাকলেও তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে বলেই জানিয়েছে সরকার।