প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৩:৫৩ পিএম

ক্রিকেটে সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ বলা হয় পাকিস্তান-ভারত ম্যাচকে। দুই দেশের রাজনৈতিক অস্থিরতা থাকায় যার প্রভাব পড়ে মাঠে।
এছাড়া কোনো বৈশ্বিক টুর্নামেন্ট ছাড়া এই দুই দলকে দেখা যায় না একসঙ্গে। যার কারণে পুরুষ হোক কিংবা নারী, দুই দলের লড়াইয়ে বাড়তি উত্তেজনা কাজ করে সবমহলে।
চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রোববার মাঠে নামছে পাকিস্তান-ভারত।
ম্যাচ বাংলাদেশ সময় আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে পিছিয়ে পড়ে শ্রীলঙ্কার বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খায় ভারত।
নিউজিল্যান্ডের বিপক্ষে হার নিয়ে মাঠ ছাড়ে ভারতীয়রা, যার কারণে পাকিস্তানে বিপক্ষে জয় তুলে নিতে মরিয়া হয়ে থাকবে ভারত। এছাড়া ভারত-পাকিস্তানের অতীতের পরিসংখ্যান কথা বলছে ভারতের পক্ষে।
টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত মোট ১৫ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। ভারতের ১২ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় কেবল তিনটি ম্যাচে। এর আগে ২০২২ সালে এশিয়া কাপের ম্যাচে সিলেটে ভারতকে হারিয়েছে পাকিস্তান।