শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভিচেন্সা বিএনপির
ইতালি সংবাদদাতা
প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৩:১১ পিএম

পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের দোসরদের অব্যাহত ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে ইতালির ভিচেন্সা বিএনপি। 

গতকাল শনিবার (৫ অক্টোবর) ইতালির থিয়েনে (ভিচেন্সা) শহরে জাতীয়তাবাদী দল ও জাতীয়তাবাদী যুবদল ভিচেন্সা শাখার নেতৃবৃন্দ স্থানীয় এক রেস্তোরাঁয় দেশের বর্তমান প্রেক্ষাপট এবং তারেক রহমানের দেশ ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করেন।

কাজী সাত্তারের সঞ্চালনায় শিকদার মোহাম্মদ কায়েসের সভাপতিতে ভিচেন্সা বিএনপিকে ঐক্যবদ্ধ ও আরো শক্তিশালী করতে এ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস যেন ফ্যাসিবাদের দোসর ও দেশি-বিদেশি ষড়যন্ত্রকে মোকাবেলা করে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করে, গ্রহণযোগ্য একটি নির্বাচনের মধ্য দিয়ে, জনগণের দ্বারা নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করতে পারেন, সে জন্য দলের সকল নেতাকর্মী ও দেশবাসীকে সার্বিক সহায়তা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদেরকে যে নির্দেশ দিয়েছেন তা পালন করার জন্য দেশবাসী ও সকল নেতাকর্মীদের প্রতি এ সভা থেকে আহ্বান জানানো হয়।

বিশেষ করে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোন কুচক্রী মহল হামলা মামলা ও অরাজকতা সৃষ্টি করে দেশের পরিবেশকে অস্থিতিশীল করতে না পারে সেই দিকে সবাইকে সচেষ্ট থাকার জন্য আহ্বান জানানো হয়।

সভায় ফ্যাসিবাদ হটানো আন্দোলনে বিগত ১৭ বছর যাবত যারা নির্যাতনের শিকার হয়েছেন, প্রাণ দিয়েছেন, গুম ও খুন হয়েছেন তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

সাথে সাথে এ সরকারের কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য এবং বিগত স্বৈরাশাসকের সুবিধাভোগী যারা হত্যা গুম, খুন, অর্থপাচার ও দুর্নীতির সাথে জড়িত ছিল সেসব কর্মকর্তা-কর্মচারীদেরকে অপসারণ করে বিগত সরকার কর্তৃক নির্যাতিত-নিপীড়িত কর্মকর্তা-কর্মচারীদের এবং যাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল তাদেরকে পুনরায় নিয়োগের মাধ্যমে এ সরকারের কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য আহ্বান জানান।

এ সময় স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি ভিচেন্সা, পালতে মোন্তেকিও, অরজিনিয়ানো, এসকিউ, লুনিগো, শহর থেকে আগত নেতৃবৃন্দদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, রফিকুল ইসলাম মান্না, জাফর আহমেদ, অ্যাডভোকেট মনিরুজ্জামান, আবু সায়েম, ফরহাদ হোসেন, মিন্টু আলম, মিল্টন খন্দকার, বিষাদ আসান নয়ন, শরিফ হোসেন, মামুন খান, আফতাব উদ্দিন শাকিল, সারেং সোহেল, জাকির আহমেদ, মোহাম্মদ আরিফ, কাউসার আহমেদ, মাসুদ চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।

 আরো উপস্থিত ছিলেন ওয়াদুদ মিয়া, মোহাম্মদ নিজাম, আব্দুর ওয়াদুদ, সুজন রহমান, মনির আহমেদ, মোহাম্মদ বোরহান, মোহাম্মদ নুর মিয়া, মোঃ মিজান, ইসমাইল মাসুদ, দেলোয়ার হোসেন, মোঃ শাহিন, নুর ইসলাম, অলিউল্লাহ, আরিফ উল্লাহ, মোঃ সোহেল, ইমাম হোসেন, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, পারভেজ আহমেদ প্রমুখ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com